নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফ্রিল্যান্সারকে তুলে নিয়ে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঘটনায় নেতৃত্বদাতা হিসেবে অভিযুক্ত নগর পুলিশের গোয়েন্দা শাখার উত্তর-দক্ষিণ জোনের পরিদর্শক রুহুল আমিনের কাছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।
গত মঙ্গলবার নির্দেশনাটি জারি করা হলেও বিষয়টি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমকে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) স্পিনা রাণী প্রামাণিক।
যাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে, তারা হলেন-নগর পুলিশের গোয়েন্দা শাখার উত্তর-দক্ষিণ জোনের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া, মো. শাহ পরাণ জান্নাত, মাইনুল হোসেন, জাহিদুর রহমান ও আব্দুর রহমান।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার গুলবাগ আবাসিক এলাকা থেকে ফ্রিল্যান্সার আবু বক্বর সিদ্দিককে আটক করা হয়। তাকে নিজেদের হেফাজতে রেখে তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ করে ১০ লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানান্তর করে গোয়েন্দা পুলিশের দলটি।
এ ছাড়া তার বাইন্যান্স অ্যাকাউন্ট (ক্রিপ্টোকারেন্সি বিনিময়) থেকে ২ লাখ ৭৭ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা স্থানান্তর করা হয়। বিষয়টি জানাজানি হলে পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়।
অভিযোগ পেয়ে সিএমপি কমিশনার গত ২ মার্চ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি গত মঙ্গলবার (১২ মার্চ) তদন্ত প্রতিবেদন জমা দেয়। কমিটির প্রধান করা হয় সিএমপির কাউন্টার টেররিজম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিনকে। অপর দুই সদস্য হলেন-ডিবির এডিসি শেখ মোহাম্মদ শাব্বির ও ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা।
এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশ আজকের পত্রিকাকে বলেন, ‘ডিবির ছয়জন সদস্যকে সাময়িক বরখাস্তের একটি আদেশ আমরা গতকাল (বুধবার) পেয়েছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ফ্রিল্যান্সারকে তুলে নিয়ে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঘটনায় নেতৃত্বদাতা হিসেবে অভিযুক্ত নগর পুলিশের গোয়েন্দা শাখার উত্তর-দক্ষিণ জোনের পরিদর্শক রুহুল আমিনের কাছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।
গত মঙ্গলবার নির্দেশনাটি জারি করা হলেও বিষয়টি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমকে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) স্পিনা রাণী প্রামাণিক।
যাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে, তারা হলেন-নগর পুলিশের গোয়েন্দা শাখার উত্তর-দক্ষিণ জোনের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া, মো. শাহ পরাণ জান্নাত, মাইনুল হোসেন, জাহিদুর রহমান ও আব্দুর রহমান।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার গুলবাগ আবাসিক এলাকা থেকে ফ্রিল্যান্সার আবু বক্বর সিদ্দিককে আটক করা হয়। তাকে নিজেদের হেফাজতে রেখে তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ করে ১০ লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানান্তর করে গোয়েন্দা পুলিশের দলটি।
এ ছাড়া তার বাইন্যান্স অ্যাকাউন্ট (ক্রিপ্টোকারেন্সি বিনিময়) থেকে ২ লাখ ৭৭ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা স্থানান্তর করা হয়। বিষয়টি জানাজানি হলে পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়।
অভিযোগ পেয়ে সিএমপি কমিশনার গত ২ মার্চ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি গত মঙ্গলবার (১২ মার্চ) তদন্ত প্রতিবেদন জমা দেয়। কমিটির প্রধান করা হয় সিএমপির কাউন্টার টেররিজম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিনকে। অপর দুই সদস্য হলেন-ডিবির এডিসি শেখ মোহাম্মদ শাব্বির ও ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা।
এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশ আজকের পত্রিকাকে বলেন, ‘ডিবির ছয়জন সদস্যকে সাময়িক বরখাস্তের একটি আদেশ আমরা গতকাল (বুধবার) পেয়েছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
নোয়াখালীর হাতিয়ায় তমরুদ্দি লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ঘাট ইজারাদারের বিরুদ্ধে। এ ঘটনায় আহতদের মধ্যে আকলিমা বেগম নামের একজন রোববার (২ মার্চ) সকালে হাতিয়া থানায় একটি অভিযোগ করেছেন। নোয়াখালী, হাতিয়া, তমরুদ্দি, লঞ্চঘাট, জখম, জেলার খবর
৪ মিনিট আগেশেরপুরের নকলায় উপজেলা পরিষদ প্রশাসকের সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (বর্তমানে সিএ টু প্রশাসক) আইনুন নাঈম পানেলের বিরুদ্ধে ‘কেলেঙ্কারি’র অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ ওঠার পর থেকে তিনি অফিসে অনুপস্থিত থাকলেও আজ রোববার আবার
১ ঘণ্টা আগেআধিপত্য বিস্তারের জেরে বরিশালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. সুরুজ গাজী (৩৬) নামের এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার নগরীর কাউনিয়া হাউজিং শেরেবাংলা মাধ্যমিক স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে। আজ রোববার প্রথম রোজা থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এর আয়োজন করা হয়। তবে আয়োজনের তুলনায় রোজাদার শিক্ষার্থীর সংখ্যা অধিক হওয়ায় অনেকে ইফতারি পাননি। অনেকে প্রশাসনের পক্ষ
২ ঘণ্টা আগে