Ajker Patrika

ডেকে নিয়ে ফার্মাসিস্টের ওপর হামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৫, ০২: ০২
আহত ফার্মাসিস্ট আবু মোত্তালেব ওরফে মামুন। ছবি: আজকের পত্রিকা
আহত ফার্মাসিস্ট আবু মোত্তালেব ওরফে মামুন। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনে এসে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আবু মোত্তালেব ওরফে মামুন নামের এক ফার্মাসিস্ট। আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটসংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে। হামলার শিকার হয়ে তিনি নিজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হামলার শিকার মোত্তালেব বলেন, শনিবার সকালে ডিউটিতে যোগদানের পর দুপুর ১২টার দিকে মেডিকেল গেটের পাশের চায়ের দোকানে আমাকে চা খাওয়ার জন্য ডাকা হয়। সেখানে গেলে আমার নাম ও পরিচয় নিশ্চিত হয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে আমার নাক ফেটে যায়, প্রচুর রক্তক্ষরণ হয়। আমার মুখ ও চোখে কিলঘুষি মারে তারা।

মোত্তালেব আরও বলেন, হামলাকারীদের পরিচয় যত দূর জেনেছি, তাদের একজন খোলারপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে অটোচালক মাছুম ও টগরাইহাটের সাবু। হামলার কারণ জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মনীষা দাশ বলেন, আবু মোত্তালেব বাইরে চায়ের দোকানে গেলে সেখানে তাঁর ওপর হামলা হয়। পরে পরিচিত কয়েকজন লোক তাঁকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাঁর দুই নাক দিয়ে রক্ত পড়ছিল, মুখ ফুলে গিয়েছিল এবং চোখের নিচেও আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ হাসপাতালে কর্মরতদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান এই চিকিৎসক।

সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘হামলার বিষয়টি জেনেছি। কারণ জানা যায়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে তদন্তের নির্দেশনার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত