পড়াটা হোক স্মার্ট
ফোনটা তো দিন দিন স্মার্ট হচ্ছে, পড়াশোনাটা হচ্ছে তো? কীভাবে কিছু পড়লে বা শিখলে সেটা মনে থাকবে অনেক দিন এবং সেখান থেকে নতুন কিছু কী করে নিয়ে আসবে তা নিয়ে আছে বিস্তর গবেষণা। তাই পাঠ্যবইটাকে তোতাপাখির মতো আওড়ে গেলেই যে তুমি ভালো ছাত্র হয়ে যাবে, ব্যাপারটা মোটেও তা নয়।