অনলাইন ডেস্ক
ডিজিটাল যুগে নিজের গোপনীয়তা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। আর তাই অনেক ব্যবহারকারী এখন ট্রুকলারের মতো প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ে সতর্ক হচ্ছেন। অনেকেই ট্রুকলার থেকে নিজের ফোন নম্বর মুছে ফেলতে চায়।
ট্রুকলার এমন একটি প্ল্যাটফর্ম যা ব্যক্তির তথ্য ও ফোন নম্বর একত্রিত করে। তাই কারও নম্বর দিলেই ট্রুকলারে ব্যক্তির নাম জানা যাবে।
অপরিচিত নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে বোঝা যায় কে ফোন দিয়েছে। ফলে ফোন কলটি ধরবেন নাকি তা ব্যবহারকারীরা সহজেই সিদ্ধান্ত নিতে পারে। ট্রুকলার ব্যবহারের এই সুবিধা পেতে হলে প্ল্যাটফর্মটির নিজের নম্বর ও নাম দিয়ে নিবন্ধিত করতে হয়। তবে এখন অনেক ব্যবহারকারী নিজের তথ্য নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন। তারা অপরিচিত মানুষের কাছে নিজের নাম ও প্রোফাইল দেখাতে চান না।
এই সমস্যা সমাধানের জন্য নিজের ট্রুকলার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে যায়। আর এটি খুবই সহজেই করা যায়।
ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে
ফোন থেকে শুধুমাত্র ট্রুকলার ডিলিট করলেও প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর ডেটা থেকে যায়। এজন্য অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার পর তা ট্রুকলার থেকে আনলিস্টিং করতে হবে। স্থায়ীভাবে ট্রুকলার থেকে অ্যাকাউন্ট মুছে ফেলতে ও প্ল্যাটফর্মটির ডেটাবেইস থেকে ফোন নম্বর সরাতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. মোবাইল ফোন থেকে ট্রুকলার অ্যাপটি চালু করুন।
২. এরপর অ্যাপটির সেটিংসে যেতে হবে। সেটিংসে যেতে প্ল্যাটফর্মটির ডান পাশের ওপরের দিকে তিনটি ডট বা সেটিংস আইকোনে ট্যাপ করুন।
৩. সেটিংস থেকে প্রাইভেসি সেন্টার খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
৪. এরপর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অপশন নির্বাচন করুন।
৫. ইয়েস বাটনে ট্যাপ করে ডিঅ্যাক্টিভেট নিশ্চিত করুন।
ট্রুকলার থেকে ফোন নম্বর মুছে ফেলবেন যেভাবে
ট্রুকলার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে ও আপনার ফোন নম্বরটি প্ল্যাটফর্মের ডেটাবেইস সরিয়ে ফেলতে তা নিশ্চিত করতে এই অতিরিক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন—
১. ফোন নম্বরটি আনলিস্টিং বা মুছে ফেলতে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের ফোন নম্বর এবং নিজের দেশের ফোন কোড টাইপ করুন।
৩. আনলিস্ট করার কারণ নির্বাচন করুন।
৪. আনলিস্ট করুন।
ডিজিটাল যুগে নিজের গোপনীয়তা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। আর তাই অনেক ব্যবহারকারী এখন ট্রুকলারের মতো প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ে সতর্ক হচ্ছেন। অনেকেই ট্রুকলার থেকে নিজের ফোন নম্বর মুছে ফেলতে চায়।
ট্রুকলার এমন একটি প্ল্যাটফর্ম যা ব্যক্তির তথ্য ও ফোন নম্বর একত্রিত করে। তাই কারও নম্বর দিলেই ট্রুকলারে ব্যক্তির নাম জানা যাবে।
অপরিচিত নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে বোঝা যায় কে ফোন দিয়েছে। ফলে ফোন কলটি ধরবেন নাকি তা ব্যবহারকারীরা সহজেই সিদ্ধান্ত নিতে পারে। ট্রুকলার ব্যবহারের এই সুবিধা পেতে হলে প্ল্যাটফর্মটির নিজের নম্বর ও নাম দিয়ে নিবন্ধিত করতে হয়। তবে এখন অনেক ব্যবহারকারী নিজের তথ্য নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন। তারা অপরিচিত মানুষের কাছে নিজের নাম ও প্রোফাইল দেখাতে চান না।
এই সমস্যা সমাধানের জন্য নিজের ট্রুকলার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে যায়। আর এটি খুবই সহজেই করা যায়।
ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে
ফোন থেকে শুধুমাত্র ট্রুকলার ডিলিট করলেও প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর ডেটা থেকে যায়। এজন্য অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার পর তা ট্রুকলার থেকে আনলিস্টিং করতে হবে। স্থায়ীভাবে ট্রুকলার থেকে অ্যাকাউন্ট মুছে ফেলতে ও প্ল্যাটফর্মটির ডেটাবেইস থেকে ফোন নম্বর সরাতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. মোবাইল ফোন থেকে ট্রুকলার অ্যাপটি চালু করুন।
২. এরপর অ্যাপটির সেটিংসে যেতে হবে। সেটিংসে যেতে প্ল্যাটফর্মটির ডান পাশের ওপরের দিকে তিনটি ডট বা সেটিংস আইকোনে ট্যাপ করুন।
৩. সেটিংস থেকে প্রাইভেসি সেন্টার খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
৪. এরপর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অপশন নির্বাচন করুন।
৫. ইয়েস বাটনে ট্যাপ করে ডিঅ্যাক্টিভেট নিশ্চিত করুন।
ট্রুকলার থেকে ফোন নম্বর মুছে ফেলবেন যেভাবে
ট্রুকলার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে ও আপনার ফোন নম্বরটি প্ল্যাটফর্মের ডেটাবেইস সরিয়ে ফেলতে তা নিশ্চিত করতে এই অতিরিক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন—
১. ফোন নম্বরটি আনলিস্টিং বা মুছে ফেলতে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের ফোন নম্বর এবং নিজের দেশের ফোন কোড টাইপ করুন।
৩. আনলিস্ট করার কারণ নির্বাচন করুন।
৪. আনলিস্ট করুন।
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৫ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১৯ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
১ দিন আগে