গুগল প্লে স্টোর থেকে নাথিং চ্যাটস সরিয়ে ফেলল নাথিং কোম্পানি। আইমেসেজের অনুকরণে তৈরি এই অ্যাপ গত সপ্তাহে উন্মোচন করা হয়। এর ফলে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইমেসেজের ফিচারগুলো ব্যবহার করা যাবে। তবে ‘বেশ কিছু’ ত্রুটি পাওয়ায় এই অ্যাপকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে কোম্পানিটি।
নিরাপত্তা উদ্বেগের জন্য অ্যাপটি সরিয়ে ফেলা হয়েছে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা দাবি করেছেন। নাথিং ফোন ২–এ ব্যবহারের জন্য এই অ্যাপ নিয়ে আসা হয়েছিল।
টেক্সটস ডটকমের প্রতিষ্ঠাতা কিশান বাগারিয়া এই অ্যাপের নিরাপত্তা নিয়ে প্রথমে এক্স প্ল্যাটফর্মে উদ্বেগ প্রকাশ করে। এরপর তিনি টেক্সটস ডটকমে অ্যাপের নানা দুর্বলতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন লেখেন।
নাথিং অ্যাপে মেসেজ করার জন্য গ্রাহকদের সানবার্ড নামের থার্ড পার্টি সার্ভিসে ঢুকতে হয়। মেসেজগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপটেড হবে বলে সানবার্ড দাবি করে। তবে কিশানের তদন্তে দেখা যায়, মেসেজগুলো ডিক্রিপট করে সানবার্ড সার্ভারে জমা করার ফলে গ্রাহকের গোপনীয়তা বিঘ্নিত হবে।
নিরাপত্তা ত্রুটির জন্য সরাসরি সানবার্ড দায়ী হলেও নাথিং কোম্পানিও সমালোচনা মুখে পড়েছে। এজন্য কোম্পানি ‘ত্রুটির’ কথা বলে অ্যাপটি সরিয়ে নিয়েছে। এই ত্রুটি সরিয়ে খুব শিগগিরই অ্যাপটি প্লে স্টোরে নিয়ে আসা হবে বলে কোম্পানি জানায়।
অ্যাপল সম্প্রতি আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিস) মেসেজিং ফিচার আনার ঘোষণা দেয়। আইফোন ও অ্যান্ড্রয়েডের মধ্যে মেসেজিংয়ের সুবিধা বাড়াতে ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। আইমেসেজ, রিসিপ্ট রিডিং, টাইপিং ইন্ডেকেটর, উচ্চমানের ছবি ও ভিডিও শেয়ারের ক্ষেত্রে এই ফিচার সাহায্য করবে। ফিচারটি আগামী বছরে আইফোনে যুক্ত হতে পারে। তাই নাথিং চ্যাট অ্যাপের প্রয়োজনীয়তা কমে যাবে।
প্রায় এক বছরের বেশি সময় ধরে গুগল ও স্যামসাংয়ের অনুরোধেও ফিচারটি ডিভাইসে অন্তর্ভুক্ত করেনি অ্যাপল। ইতিমধ্যে পুরো বিশ্বের অ্যান্ড্রয়েড ফোনে এই মেসেজিং স্ট্যান্ডার্ড গ্রহণ করা হয়েছে
অ্যাপলের আইডি দিয়ে থার্ড পার্টি অ্যাপে সাইন ইনের সময় গ্রাহকদের সতর্ক তাকা উচিত।
গুগল প্লে স্টোর থেকে নাথিং চ্যাটস সরিয়ে ফেলল নাথিং কোম্পানি। আইমেসেজের অনুকরণে তৈরি এই অ্যাপ গত সপ্তাহে উন্মোচন করা হয়। এর ফলে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইমেসেজের ফিচারগুলো ব্যবহার করা যাবে। তবে ‘বেশ কিছু’ ত্রুটি পাওয়ায় এই অ্যাপকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে কোম্পানিটি।
নিরাপত্তা উদ্বেগের জন্য অ্যাপটি সরিয়ে ফেলা হয়েছে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা দাবি করেছেন। নাথিং ফোন ২–এ ব্যবহারের জন্য এই অ্যাপ নিয়ে আসা হয়েছিল।
টেক্সটস ডটকমের প্রতিষ্ঠাতা কিশান বাগারিয়া এই অ্যাপের নিরাপত্তা নিয়ে প্রথমে এক্স প্ল্যাটফর্মে উদ্বেগ প্রকাশ করে। এরপর তিনি টেক্সটস ডটকমে অ্যাপের নানা দুর্বলতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন লেখেন।
নাথিং অ্যাপে মেসেজ করার জন্য গ্রাহকদের সানবার্ড নামের থার্ড পার্টি সার্ভিসে ঢুকতে হয়। মেসেজগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপটেড হবে বলে সানবার্ড দাবি করে। তবে কিশানের তদন্তে দেখা যায়, মেসেজগুলো ডিক্রিপট করে সানবার্ড সার্ভারে জমা করার ফলে গ্রাহকের গোপনীয়তা বিঘ্নিত হবে।
নিরাপত্তা ত্রুটির জন্য সরাসরি সানবার্ড দায়ী হলেও নাথিং কোম্পানিও সমালোচনা মুখে পড়েছে। এজন্য কোম্পানি ‘ত্রুটির’ কথা বলে অ্যাপটি সরিয়ে নিয়েছে। এই ত্রুটি সরিয়ে খুব শিগগিরই অ্যাপটি প্লে স্টোরে নিয়ে আসা হবে বলে কোম্পানি জানায়।
অ্যাপল সম্প্রতি আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিস) মেসেজিং ফিচার আনার ঘোষণা দেয়। আইফোন ও অ্যান্ড্রয়েডের মধ্যে মেসেজিংয়ের সুবিধা বাড়াতে ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। আইমেসেজ, রিসিপ্ট রিডিং, টাইপিং ইন্ডেকেটর, উচ্চমানের ছবি ও ভিডিও শেয়ারের ক্ষেত্রে এই ফিচার সাহায্য করবে। ফিচারটি আগামী বছরে আইফোনে যুক্ত হতে পারে। তাই নাথিং চ্যাট অ্যাপের প্রয়োজনীয়তা কমে যাবে।
প্রায় এক বছরের বেশি সময় ধরে গুগল ও স্যামসাংয়ের অনুরোধেও ফিচারটি ডিভাইসে অন্তর্ভুক্ত করেনি অ্যাপল। ইতিমধ্যে পুরো বিশ্বের অ্যান্ড্রয়েড ফোনে এই মেসেজিং স্ট্যান্ডার্ড গ্রহণ করা হয়েছে
অ্যাপলের আইডি দিয়ে থার্ড পার্টি অ্যাপে সাইন ইনের সময় গ্রাহকদের সতর্ক তাকা উচিত।
প্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় এক দশক পর তাদের ‘জি’ লোগোতে পরিবর্তন এনেছে। গতকাল ১২ মে থেকে এই নতুন আইকন ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি।
১৫ ঘণ্টা আগেবিশ্বের প্রথম ৫০০ হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি গেমিং মনিটর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে স্যামসাং। ওডিসি ওএলইডি জি৬ নামের এই গেমিং মনিটরটি প্রথম প্রদর্শিত হয়েছিল সিইএস ২০২৫-সম্মেলনে। এবার এটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে।
১৬ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার পদ্ধতি বয়সভেদে ভিন্ন হয়ে থাকে। তরুণেরা একে যেন নিজের পরামর্শদাতা বা গুরুর মতো ব্যবহার করে, আর তুলনামূলকভাবে বয়স্করা এটি ব্যবহার করেন সার্চ ইঞ্জিনের বিকল্প হিসেবে। গত ২ মে এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন একটি চুক্তির আওতায় আগামী ৯০ দিনের জন্য উচ্চ শুল্ক আরোপ শিথিল হলেও, প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আসন্ন আইফোন ১৭ সিরিজের দাম বাড়াতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
১৭ ঘণ্টা আগে