গুগল প্লে স্টোর থেকে নাথিং চ্যাটস সরিয়ে ফেলল নাথিং কোম্পানি। আইমেসেজের অনুকরণে তৈরি এই অ্যাপ গত সপ্তাহে উন্মোচন করা হয়। এর ফলে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইমেসেজের ফিচারগুলো ব্যবহার করা যাবে। তবে ‘বেশ কিছু’ ত্রুটি পাওয়ায় এই অ্যাপকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে কোম্পানিটি।
নিরাপত্তা উদ্বেগের জন্য অ্যাপটি সরিয়ে ফেলা হয়েছে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা দাবি করেছেন। নাথিং ফোন ২–এ ব্যবহারের জন্য এই অ্যাপ নিয়ে আসা হয়েছিল।
টেক্সটস ডটকমের প্রতিষ্ঠাতা কিশান বাগারিয়া এই অ্যাপের নিরাপত্তা নিয়ে প্রথমে এক্স প্ল্যাটফর্মে উদ্বেগ প্রকাশ করে। এরপর তিনি টেক্সটস ডটকমে অ্যাপের নানা দুর্বলতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন লেখেন।
নাথিং অ্যাপে মেসেজ করার জন্য গ্রাহকদের সানবার্ড নামের থার্ড পার্টি সার্ভিসে ঢুকতে হয়। মেসেজগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপটেড হবে বলে সানবার্ড দাবি করে। তবে কিশানের তদন্তে দেখা যায়, মেসেজগুলো ডিক্রিপট করে সানবার্ড সার্ভারে জমা করার ফলে গ্রাহকের গোপনীয়তা বিঘ্নিত হবে।
নিরাপত্তা ত্রুটির জন্য সরাসরি সানবার্ড দায়ী হলেও নাথিং কোম্পানিও সমালোচনা মুখে পড়েছে। এজন্য কোম্পানি ‘ত্রুটির’ কথা বলে অ্যাপটি সরিয়ে নিয়েছে। এই ত্রুটি সরিয়ে খুব শিগগিরই অ্যাপটি প্লে স্টোরে নিয়ে আসা হবে বলে কোম্পানি জানায়।
অ্যাপল সম্প্রতি আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিস) মেসেজিং ফিচার আনার ঘোষণা দেয়। আইফোন ও অ্যান্ড্রয়েডের মধ্যে মেসেজিংয়ের সুবিধা বাড়াতে ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। আইমেসেজ, রিসিপ্ট রিডিং, টাইপিং ইন্ডেকেটর, উচ্চমানের ছবি ও ভিডিও শেয়ারের ক্ষেত্রে এই ফিচার সাহায্য করবে। ফিচারটি আগামী বছরে আইফোনে যুক্ত হতে পারে। তাই নাথিং চ্যাট অ্যাপের প্রয়োজনীয়তা কমে যাবে।
প্রায় এক বছরের বেশি সময় ধরে গুগল ও স্যামসাংয়ের অনুরোধেও ফিচারটি ডিভাইসে অন্তর্ভুক্ত করেনি অ্যাপল। ইতিমধ্যে পুরো বিশ্বের অ্যান্ড্রয়েড ফোনে এই মেসেজিং স্ট্যান্ডার্ড গ্রহণ করা হয়েছে
অ্যাপলের আইডি দিয়ে থার্ড পার্টি অ্যাপে সাইন ইনের সময় গ্রাহকদের সতর্ক তাকা উচিত।
গুগল প্লে স্টোর থেকে নাথিং চ্যাটস সরিয়ে ফেলল নাথিং কোম্পানি। আইমেসেজের অনুকরণে তৈরি এই অ্যাপ গত সপ্তাহে উন্মোচন করা হয়। এর ফলে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইমেসেজের ফিচারগুলো ব্যবহার করা যাবে। তবে ‘বেশ কিছু’ ত্রুটি পাওয়ায় এই অ্যাপকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে কোম্পানিটি।
নিরাপত্তা উদ্বেগের জন্য অ্যাপটি সরিয়ে ফেলা হয়েছে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা দাবি করেছেন। নাথিং ফোন ২–এ ব্যবহারের জন্য এই অ্যাপ নিয়ে আসা হয়েছিল।
টেক্সটস ডটকমের প্রতিষ্ঠাতা কিশান বাগারিয়া এই অ্যাপের নিরাপত্তা নিয়ে প্রথমে এক্স প্ল্যাটফর্মে উদ্বেগ প্রকাশ করে। এরপর তিনি টেক্সটস ডটকমে অ্যাপের নানা দুর্বলতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন লেখেন।
নাথিং অ্যাপে মেসেজ করার জন্য গ্রাহকদের সানবার্ড নামের থার্ড পার্টি সার্ভিসে ঢুকতে হয়। মেসেজগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপটেড হবে বলে সানবার্ড দাবি করে। তবে কিশানের তদন্তে দেখা যায়, মেসেজগুলো ডিক্রিপট করে সানবার্ড সার্ভারে জমা করার ফলে গ্রাহকের গোপনীয়তা বিঘ্নিত হবে।
নিরাপত্তা ত্রুটির জন্য সরাসরি সানবার্ড দায়ী হলেও নাথিং কোম্পানিও সমালোচনা মুখে পড়েছে। এজন্য কোম্পানি ‘ত্রুটির’ কথা বলে অ্যাপটি সরিয়ে নিয়েছে। এই ত্রুটি সরিয়ে খুব শিগগিরই অ্যাপটি প্লে স্টোরে নিয়ে আসা হবে বলে কোম্পানি জানায়।
অ্যাপল সম্প্রতি আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিস) মেসেজিং ফিচার আনার ঘোষণা দেয়। আইফোন ও অ্যান্ড্রয়েডের মধ্যে মেসেজিংয়ের সুবিধা বাড়াতে ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। আইমেসেজ, রিসিপ্ট রিডিং, টাইপিং ইন্ডেকেটর, উচ্চমানের ছবি ও ভিডিও শেয়ারের ক্ষেত্রে এই ফিচার সাহায্য করবে। ফিচারটি আগামী বছরে আইফোনে যুক্ত হতে পারে। তাই নাথিং চ্যাট অ্যাপের প্রয়োজনীয়তা কমে যাবে।
প্রায় এক বছরের বেশি সময় ধরে গুগল ও স্যামসাংয়ের অনুরোধেও ফিচারটি ডিভাইসে অন্তর্ভুক্ত করেনি অ্যাপল। ইতিমধ্যে পুরো বিশ্বের অ্যান্ড্রয়েড ফোনে এই মেসেজিং স্ট্যান্ডার্ড গ্রহণ করা হয়েছে
অ্যাপলের আইডি দিয়ে থার্ড পার্টি অ্যাপে সাইন ইনের সময় গ্রাহকদের সতর্ক তাকা উচিত।
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২১ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে