ফোন কলে অডিও ইমোজি ফিচার নিয়ে এল গুগল
ডিজিটাল যুগে যোগাযোগের নতুন ভাষা হয়ে দাঁড়িয়েছে ইমোজি। টেক্সটভিত্তিক চ্যাটে বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ও কমেন্ট বক্সে প্রতিনিয়ত ইমোজি ব্যবহার করা হয়। এবার ফোন অ্যাপের জন্যও নতুন অডিও ইমোজি নিয়ে আসছে গুগল। অর্থাৎ, ফোন কলের সময় ইমোজির মাধ্যমে নিজের মনের ভাব ফুটিয়ে তোলা যাবে।