Ajker Patrika

ওয়ানপ্লাসের নতুন ফোনে উচ্চ সক্ষমতার ব্যাটারি, একবার চার্জে চলবে ২ দিন

বিজ্ঞপ্তি
আপডেট : ২৬ জুন ২০২৪, ১১: ২২
ওয়ানপ্লাসের নতুন ফোনে উচ্চ সক্ষমতার ব্যাটারি, একবার চার্জে চলবে ২ দিন

ওয়ানপ্লাস নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি। গত সোমবার বাংলাদেশের বাজারে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে ছাড়া হয়। চমৎকার সব ফিচারে ঠাসা এই স্মার্টফোনে ব্যবহারকারীরা সাশ্রয়ী মূল্যে দারুণ সেবা পাবেন বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এতে ব্যবহার করা হয়েছে উচ্চ সক্ষমতাসম্পন্ন ব্যাটারি। ফোনটির প্রি-অর্ডার উপলক্ষে আছে আকর্ষণীয় সব উপহার। 

সেরা মান নিশ্চিতে বাংলাদেশ সরকারের সব টেস্টে উত্তীর্ণ হয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত এই ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি। এতে ব্যবহার করা হয়েছে ৫,৫০০ মিলি অ্যাম্পিয়ারের উচ্চ সক্ষমতাসম্পন্ন ব্যাটারি; ফলে, একবার ফুল চার্জ করে দুই দিন পর্যন্ত ডিভাইসটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে। ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ব্যবহার করায় মাত্র ৫২ মিনিটেই ফোনটি ১ শতাংশ থেকে শতভাগ চার্জ করা যাবে। 

ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার ব্রাইটনেস ২ হাজার ১০০ নিট পর্যন্ত বাড়ানো সম্ভব। আগের প্রজন্মের এলসিডি প্রযুক্তির তুলনায় এর ইল্যুমিনেশন, কালার ইউনিফর্মিটি, ভিউয়িং অ্যাঙ্গেলের মতো বিষয়গুলো উন্নত করা হয়েছে। 

ডিভাইসটিতে ওআইএসসহ (অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) ৫০ মেগাপিক্সেল লিটিয়া ৬০০ মেইন ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ-অ্যাসিস্ট ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোন ফটোগ্রাফিপ্রেমী মানুষের জন্য ছবি তোলার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে ধারণা ওয়ানপ্লাসের। 

এতে রয়েছে ওয়ানপ্লাসেরর মালিকানাধীন ট্রিনিটি ইঞ্জিন-চালিত স্ন্যাপড্রাগন ৬৯৫ ফাইভজি মোবাইল প্ল্যাটফরম। এটি ডিভাইসটির দ্রুততম ফাইল শেয়ারিং, দারুণ গেমিং ও ২.০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) পর্যন্ত দ্রুতগতিসম্পন্ন ডাউনলোড স্পিড নিশ্চিত করাবে। 

স্মার্টফোনপ্রেমী ও ওয়ানপ্লাস ফ্যানরা এখন ডিভাইসটি প্রি-অর্ডার করার মাধ্যমে অনন্য ফিচার ও দারুণ সব সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন। ক্রেতারা সারা দেশে ওয়ানপ্লাসের সব রিটেইল স্টোর ও অফলাইন চ্যানেল এবং দারাজ, পিকাবু, ডলবিয়ার ও গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে খুব সহজেই এই প্রি-অর্ডার করতে পারবেন। প্রি-অর্ডারের ক্রেতারা ওয়ানপ্লাসের আকর্ষণীয় গিফট বক্স পাবেন। তবে, অফলাইন স্টোর থেকে প্রি-অর্ডার করা ক্রেতাদের জন্য র‌্যাফেল ড্রতে অংশ নিয়ে আরেকটি ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি অথবা ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড২জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।
 
ফোনটি মেগা ব্লু ও সুপার সিলভার দুটি রঙে পাওয়া যাবে। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি র‍্যামের ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি স্মার্টফোনটির দাম শুরু হবে মাত্র ২৭ হাজার ৯৯৯ টাকা থেকে। ডিভাইসটির প্রি-অর্ডার শুরু হয়েছে ২৫ জুন থেকে, চলবে ৬ জুলাই পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত