কিছুদিন পরই মটোরোলা রেজর সিরিজের নতুন ফোল্ডিং ফোন রেজর ৫০ আলট্রা বাজারে আসবে। তবে এর আগেই অনলাইনে ফোনটির বেশ কয়েকটি ছবি ফাঁস হয়েছে। রং ও স্টোরেজের পরিবর্তন ছাড়া মডেলটির নকশা আগের মডেল রেজর ৪০ আলট্রার মতোই হবে। ফোনটি আলট্রা নীল, কমলা ও সবুজ রঙে পাওয়া যাবে।
অনলাইনে ফোনটির লাইভ ছবি প্রকাশ করেছেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটিওয়ান মোবাইলের প্রতিবেদক সুধাংশু আম্ভোর। নাইনটিওয়ানের প্রতিবেদনে বলা হয়, রেজর ৫০ আলট্রা মডেলটির নকশা রেজর ৪০ আলট্রার মতোই হবে। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, বাইরের স্ক্রিনটির সঙ্গেই দুটি ক্যামেরা অনুভূমিকভাবে থাকবে। এর নিচেই মটোরোলার ব্র্যান্ডিং থাকবে। আর ভেতরের স্ক্রিনে পাঞ্চ হোলে একটি সেলফি ক্যামেরা থাকবে। তবে মডেলটি এবার ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের পাওয়া যাবে।
গত বছরের জুলাইয়ে রেজর ৪০ আলট্রা মডেলটি বাজারে ছাড়া হয়। তাই রেজর ৫০ আলট্রা মডেলটিও জুন মাসে উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
রেজর ৪০ আলট্রা ফোনের ভেতরের স্ক্রিনে ৬ দশমিক ৯ ইঞ্চি এলপিটিও ওলেড ডিসপ্লে ব্যবহার করা রয়েছে ও কভার স্ক্রিনে (বাইরের স্ক্রিন) ৩ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। বাইরের ক্যামেরা ১২ মেগাপিক্সেল ও ১৩ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৮ + জেন চিপসেট ও ৩ হাজার ৮০০ এমএইচের ব্যাটারি রয়েছে। ব্যাটারি ৩০ ওয়াট ওয়্যারড (তারের মাধ্যমে চার্জিং) আর ৫ ওয়াট ওয়্যারলেস (তারবিহীন) চার্জ সমর্থন করে।
গত মাসে মটোরোলা দুটি নতুন বাজেটবান্ধব স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মটো জি পাওয়ার ও মটো জি ফাইভজি। মূলত জনপ্রিয় মডেলগুলোর নতুন সংস্করণ হিসেবে এগুলো বাজারজাত করবে মটোরোলা।
কিছুদিন পরই মটোরোলা রেজর সিরিজের নতুন ফোল্ডিং ফোন রেজর ৫০ আলট্রা বাজারে আসবে। তবে এর আগেই অনলাইনে ফোনটির বেশ কয়েকটি ছবি ফাঁস হয়েছে। রং ও স্টোরেজের পরিবর্তন ছাড়া মডেলটির নকশা আগের মডেল রেজর ৪০ আলট্রার মতোই হবে। ফোনটি আলট্রা নীল, কমলা ও সবুজ রঙে পাওয়া যাবে।
অনলাইনে ফোনটির লাইভ ছবি প্রকাশ করেছেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটিওয়ান মোবাইলের প্রতিবেদক সুধাংশু আম্ভোর। নাইনটিওয়ানের প্রতিবেদনে বলা হয়, রেজর ৫০ আলট্রা মডেলটির নকশা রেজর ৪০ আলট্রার মতোই হবে। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, বাইরের স্ক্রিনটির সঙ্গেই দুটি ক্যামেরা অনুভূমিকভাবে থাকবে। এর নিচেই মটোরোলার ব্র্যান্ডিং থাকবে। আর ভেতরের স্ক্রিনে পাঞ্চ হোলে একটি সেলফি ক্যামেরা থাকবে। তবে মডেলটি এবার ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের পাওয়া যাবে।
গত বছরের জুলাইয়ে রেজর ৪০ আলট্রা মডেলটি বাজারে ছাড়া হয়। তাই রেজর ৫০ আলট্রা মডেলটিও জুন মাসে উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
রেজর ৪০ আলট্রা ফোনের ভেতরের স্ক্রিনে ৬ দশমিক ৯ ইঞ্চি এলপিটিও ওলেড ডিসপ্লে ব্যবহার করা রয়েছে ও কভার স্ক্রিনে (বাইরের স্ক্রিন) ৩ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। বাইরের ক্যামেরা ১২ মেগাপিক্সেল ও ১৩ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৮ + জেন চিপসেট ও ৩ হাজার ৮০০ এমএইচের ব্যাটারি রয়েছে। ব্যাটারি ৩০ ওয়াট ওয়্যারড (তারের মাধ্যমে চার্জিং) আর ৫ ওয়াট ওয়্যারলেস (তারবিহীন) চার্জ সমর্থন করে।
গত মাসে মটোরোলা দুটি নতুন বাজেটবান্ধব স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মটো জি পাওয়ার ও মটো জি ফাইভজি। মূলত জনপ্রিয় মডেলগুলোর নতুন সংস্করণ হিসেবে এগুলো বাজারজাত করবে মটোরোলা।
একসময় ছিল, যখন শুধু কাগজে লেখা প্রিন্ট করাই ছিল বিরাট ব্যাপার। এরপর প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘরে বসেই থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে ছোটখাটো মডেল, খেলনা, এমনকি যন্ত্রাংশ তৈরি করা শুরু হলো। তবে এখন সময় এসেছে ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। ওয়ালমার্টের এক্সটেনশন, মেরিন ব্যারাক
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি উপস্থাপক দিয়ে ছয় মাস ধরে অনুষ্ঠান চালিয়েছে অস্ট্রেলিয়ার এক রেডিও স্টেশন। তবে শ্রোতাদের মধ্যে কেউই বিষয়টি টের পায়নি। ‘ওয়ার্কডেজ উইথ থাই’ নামের অনুষ্ঠানটি সম্প্রচার হয় সিডনিভিত্তিক রেডিও স্টেশন সিএডিএ থেকে। এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার...
১৪ ঘণ্টা আগেনিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংসের জন্য প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের জন্য বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। এই ফান্ডিং রাউন্ডটি সম্পন্ন হলে এটি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্ববৃহৎ প্রাইভেট ফান্ডিং রাউন্ড হিসেবে বিবেচিত হবে।
১৫ ঘণ্টা আগেচীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালি ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই...
১৬ ঘণ্টা আগে