ডিজিটাল যুগে যোগাযোগের নতুন ভাষা হয়ে দাঁড়িয়েছে ইমোজি। টেক্সটভিত্তিক চ্যাটে বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ও কমেন্ট বক্সে প্রতিনিয়ত ইমোজি ব্যবহার করা হয়। এবার ফোন অ্যাপের জন্যও নতুন অডিও ইমোজি নিয়ে আসছে গুগল। অর্থাৎ, ফোন কলের সময় ইমোজির মাধ্যমে নিজের মনের ভাব ফুটিয়ে তোলা যাবে।
একই সঙ্গে ছয়টি ইমোজি চালু করবে গুগল। নতুন ইমোজিগুলো একেকটি অ্যানিমেশন এবং এর সঙ্গে অডিও যুক্ত থাকবে। ইমোজিগুলো হল: লাফিং, পার্টি, ক্রাইয়িং, পুপ ও ড্রামরোল।
কলে থাকা অবস্থায় ইমোজিগুলোতে ট্যাপ করলে গুগল ফোন অ্যাপে কয়েক সেকেন্ডের জন্য একটি অ্যানিমেশন ও সাউন্ড ইফেক্ট দেখা যাবে। কলার ও রিসিভার উভয়েই এই ইমোজি দেখতে ও শুনতে পারবেন।
অডিও ইমোজি দুই উপায়ে ব্যবহার করা যাবে। কলের সময় ‘অডিও ইমোজির’ একটি বাটন দেখা যাবে। তাতে চাপ দিলেই এই ইমোজিগুলো দেখা যাবে, তা থেকে পছন্দের ইমোজি বাছাই করতে পারবেন। এ ছাড়া কল করার সময় স্ক্রিনের ওপরের ইমোজির অপশন থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে। তবে সেটিংস থেকে ফিচারটি বন্ধ করে রাখারও সুযোগ থাকবে।
অডিও ইমোজির অত্যধিক ব্যবহার বন্ধ করার জন্য একটির পর আরেকটি ইমোজি দেওয়ায়য় কিছুটা বিলম্ব হবে। কারণ খুব বেশি অডিও ইমোজি ব্যবহার অপরজনের কাছে বিরক্তিকর লাগতে পারে।
গুগল ফোন অ্যাপের বেটা সংস্করণে ফিচারটি দেখা গেছে। এই সপ্তাহের মধ্যে ফিচারটি উন্মোচন করা হতে পারে। তবে এগুলো শুধু পিক্সেল ডিভাইসের জন্য চালু করা হবে, নাকি অ্যান্ড্রয়েড সমর্থিত ডিভাইসের জন্য চালু করা হবে তা স্পষ্ট সয়।
২০২৩ সালের সেপ্টেম্বরে ‘সাউন্ড রিঅ্যাকশন’ নামে একটা ফিচার চালু করেছিল গুগল। এই ফিচারের সঙ্গে অনেকটা মিল রয়েছে অডিও ইমোজির। যদিও সেই ফিচার খুব বেশি দিন চালু রাখেনি গুগল। অডিয়োমোজি আসলে সেই ফিচারেরই একটা নতুন সংস্করণ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: নাইনটুফাইভগুগল ও অ্যান্ড্রয়েড পুলিশ
ডিজিটাল যুগে যোগাযোগের নতুন ভাষা হয়ে দাঁড়িয়েছে ইমোজি। টেক্সটভিত্তিক চ্যাটে বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ও কমেন্ট বক্সে প্রতিনিয়ত ইমোজি ব্যবহার করা হয়। এবার ফোন অ্যাপের জন্যও নতুন অডিও ইমোজি নিয়ে আসছে গুগল। অর্থাৎ, ফোন কলের সময় ইমোজির মাধ্যমে নিজের মনের ভাব ফুটিয়ে তোলা যাবে।
একই সঙ্গে ছয়টি ইমোজি চালু করবে গুগল। নতুন ইমোজিগুলো একেকটি অ্যানিমেশন এবং এর সঙ্গে অডিও যুক্ত থাকবে। ইমোজিগুলো হল: লাফিং, পার্টি, ক্রাইয়িং, পুপ ও ড্রামরোল।
কলে থাকা অবস্থায় ইমোজিগুলোতে ট্যাপ করলে গুগল ফোন অ্যাপে কয়েক সেকেন্ডের জন্য একটি অ্যানিমেশন ও সাউন্ড ইফেক্ট দেখা যাবে। কলার ও রিসিভার উভয়েই এই ইমোজি দেখতে ও শুনতে পারবেন।
অডিও ইমোজি দুই উপায়ে ব্যবহার করা যাবে। কলের সময় ‘অডিও ইমোজির’ একটি বাটন দেখা যাবে। তাতে চাপ দিলেই এই ইমোজিগুলো দেখা যাবে, তা থেকে পছন্দের ইমোজি বাছাই করতে পারবেন। এ ছাড়া কল করার সময় স্ক্রিনের ওপরের ইমোজির অপশন থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে। তবে সেটিংস থেকে ফিচারটি বন্ধ করে রাখারও সুযোগ থাকবে।
অডিও ইমোজির অত্যধিক ব্যবহার বন্ধ করার জন্য একটির পর আরেকটি ইমোজি দেওয়ায়য় কিছুটা বিলম্ব হবে। কারণ খুব বেশি অডিও ইমোজি ব্যবহার অপরজনের কাছে বিরক্তিকর লাগতে পারে।
গুগল ফোন অ্যাপের বেটা সংস্করণে ফিচারটি দেখা গেছে। এই সপ্তাহের মধ্যে ফিচারটি উন্মোচন করা হতে পারে। তবে এগুলো শুধু পিক্সেল ডিভাইসের জন্য চালু করা হবে, নাকি অ্যান্ড্রয়েড সমর্থিত ডিভাইসের জন্য চালু করা হবে তা স্পষ্ট সয়।
২০২৩ সালের সেপ্টেম্বরে ‘সাউন্ড রিঅ্যাকশন’ নামে একটা ফিচার চালু করেছিল গুগল। এই ফিচারের সঙ্গে অনেকটা মিল রয়েছে অডিও ইমোজির। যদিও সেই ফিচার খুব বেশি দিন চালু রাখেনি গুগল। অডিয়োমোজি আসলে সেই ফিচারেরই একটা নতুন সংস্করণ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: নাইনটুফাইভগুগল ও অ্যান্ড্রয়েড পুলিশ
প্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় এক দশক পর তাদের ‘জি’ লোগোতে পরিবর্তন এনেছে। গতকাল ১২ মে থেকে এই নতুন আইকন ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি।
১৩ ঘণ্টা আগেবিশ্বের প্রথম ৫০০ হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি গেমিং মনিটর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে স্যামসাং। ওডিসি ওএলইডি জি৬ নামের এই গেমিং মনিটরটি প্রথম প্রদর্শিত হয়েছিল সিইএস ২০২৫-সম্মেলনে। এবার এটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার পদ্ধতি বয়সভেদে ভিন্ন হয়ে থাকে। তরুণেরা একে যেন নিজের পরামর্শদাতা বা গুরুর মতো ব্যবহার করে, আর তুলনামূলকভাবে বয়স্করা এটি ব্যবহার করেন সার্চ ইঞ্জিনের বিকল্প হিসেবে। গত ২ মে এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন একটি চুক্তির আওতায় আগামী ৯০ দিনের জন্য উচ্চ শুল্ক আরোপ শিথিল হলেও, প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আসন্ন আইফোন ১৭ সিরিজের দাম বাড়াতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
১৪ ঘণ্টা আগে