অনলাইন ডেস্ক
ডিজিটাল যুগে যোগাযোগের নতুন ভাষা হয়ে দাঁড়িয়েছে ইমোজি। টেক্সটভিত্তিক চ্যাটে বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ও কমেন্ট বক্সে প্রতিনিয়ত ইমোজি ব্যবহার করা হয়। এবার ফোন অ্যাপের জন্যও নতুন অডিও ইমোজি নিয়ে আসছে গুগল। অর্থাৎ, ফোন কলের সময় ইমোজির মাধ্যমে নিজের মনের ভাব ফুটিয়ে তোলা যাবে।
একই সঙ্গে ছয়টি ইমোজি চালু করবে গুগল। নতুন ইমোজিগুলো একেকটি অ্যানিমেশন এবং এর সঙ্গে অডিও যুক্ত থাকবে। ইমোজিগুলো হল: লাফিং, পার্টি, ক্রাইয়িং, পুপ ও ড্রামরোল।
কলে থাকা অবস্থায় ইমোজিগুলোতে ট্যাপ করলে গুগল ফোন অ্যাপে কয়েক সেকেন্ডের জন্য একটি অ্যানিমেশন ও সাউন্ড ইফেক্ট দেখা যাবে। কলার ও রিসিভার উভয়েই এই ইমোজি দেখতে ও শুনতে পারবেন।
অডিও ইমোজি দুই উপায়ে ব্যবহার করা যাবে। কলের সময় ‘অডিও ইমোজির’ একটি বাটন দেখা যাবে। তাতে চাপ দিলেই এই ইমোজিগুলো দেখা যাবে, তা থেকে পছন্দের ইমোজি বাছাই করতে পারবেন। এ ছাড়া কল করার সময় স্ক্রিনের ওপরের ইমোজির অপশন থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে। তবে সেটিংস থেকে ফিচারটি বন্ধ করে রাখারও সুযোগ থাকবে।
অডিও ইমোজির অত্যধিক ব্যবহার বন্ধ করার জন্য একটির পর আরেকটি ইমোজি দেওয়ায়য় কিছুটা বিলম্ব হবে। কারণ খুব বেশি অডিও ইমোজি ব্যবহার অপরজনের কাছে বিরক্তিকর লাগতে পারে।
গুগল ফোন অ্যাপের বেটা সংস্করণে ফিচারটি দেখা গেছে। এই সপ্তাহের মধ্যে ফিচারটি উন্মোচন করা হতে পারে। তবে এগুলো শুধু পিক্সেল ডিভাইসের জন্য চালু করা হবে, নাকি অ্যান্ড্রয়েড সমর্থিত ডিভাইসের জন্য চালু করা হবে তা স্পষ্ট সয়।
২০২৩ সালের সেপ্টেম্বরে ‘সাউন্ড রিঅ্যাকশন’ নামে একটা ফিচার চালু করেছিল গুগল। এই ফিচারের সঙ্গে অনেকটা মিল রয়েছে অডিও ইমোজির। যদিও সেই ফিচার খুব বেশি দিন চালু রাখেনি গুগল। অডিয়োমোজি আসলে সেই ফিচারেরই একটা নতুন সংস্করণ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: নাইনটুফাইভগুগল ও অ্যান্ড্রয়েড পুলিশ
ডিজিটাল যুগে যোগাযোগের নতুন ভাষা হয়ে দাঁড়িয়েছে ইমোজি। টেক্সটভিত্তিক চ্যাটে বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ও কমেন্ট বক্সে প্রতিনিয়ত ইমোজি ব্যবহার করা হয়। এবার ফোন অ্যাপের জন্যও নতুন অডিও ইমোজি নিয়ে আসছে গুগল। অর্থাৎ, ফোন কলের সময় ইমোজির মাধ্যমে নিজের মনের ভাব ফুটিয়ে তোলা যাবে।
একই সঙ্গে ছয়টি ইমোজি চালু করবে গুগল। নতুন ইমোজিগুলো একেকটি অ্যানিমেশন এবং এর সঙ্গে অডিও যুক্ত থাকবে। ইমোজিগুলো হল: লাফিং, পার্টি, ক্রাইয়িং, পুপ ও ড্রামরোল।
কলে থাকা অবস্থায় ইমোজিগুলোতে ট্যাপ করলে গুগল ফোন অ্যাপে কয়েক সেকেন্ডের জন্য একটি অ্যানিমেশন ও সাউন্ড ইফেক্ট দেখা যাবে। কলার ও রিসিভার উভয়েই এই ইমোজি দেখতে ও শুনতে পারবেন।
অডিও ইমোজি দুই উপায়ে ব্যবহার করা যাবে। কলের সময় ‘অডিও ইমোজির’ একটি বাটন দেখা যাবে। তাতে চাপ দিলেই এই ইমোজিগুলো দেখা যাবে, তা থেকে পছন্দের ইমোজি বাছাই করতে পারবেন। এ ছাড়া কল করার সময় স্ক্রিনের ওপরের ইমোজির অপশন থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে। তবে সেটিংস থেকে ফিচারটি বন্ধ করে রাখারও সুযোগ থাকবে।
অডিও ইমোজির অত্যধিক ব্যবহার বন্ধ করার জন্য একটির পর আরেকটি ইমোজি দেওয়ায়য় কিছুটা বিলম্ব হবে। কারণ খুব বেশি অডিও ইমোজি ব্যবহার অপরজনের কাছে বিরক্তিকর লাগতে পারে।
গুগল ফোন অ্যাপের বেটা সংস্করণে ফিচারটি দেখা গেছে। এই সপ্তাহের মধ্যে ফিচারটি উন্মোচন করা হতে পারে। তবে এগুলো শুধু পিক্সেল ডিভাইসের জন্য চালু করা হবে, নাকি অ্যান্ড্রয়েড সমর্থিত ডিভাইসের জন্য চালু করা হবে তা স্পষ্ট সয়।
২০২৩ সালের সেপ্টেম্বরে ‘সাউন্ড রিঅ্যাকশন’ নামে একটা ফিচার চালু করেছিল গুগল। এই ফিচারের সঙ্গে অনেকটা মিল রয়েছে অডিও ইমোজির। যদিও সেই ফিচার খুব বেশি দিন চালু রাখেনি গুগল। অডিয়োমোজি আসলে সেই ফিচারেরই একটা নতুন সংস্করণ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: নাইনটুফাইভগুগল ও অ্যান্ড্রয়েড পুলিশ
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১২ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১৭ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
১৯ ঘণ্টা আগে