সব প্রশ্নের, সব বিতর্কের ঊর্ধ্বে চলে গেলেন মেসি
সোনালি ট্রফিটার অপেক্ষা ফুরোল লিওনেল মেসির। কত অপেক্ষা, কত স্রোত বয়ে গেল, অবশেষে ফুটবল বিশ্বকাপ শিরোপা ছোঁয়ার সৌভাগ্য হলো ফুটবল রাজপুত্রের। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়াম সাক্ষী হলো রাজকীয় মুহূর্তের। রোমাঞ্চকর ফাইনাল আপন আলোয় আলোকিত করেছেন মেসি।