Ajker Patrika

টাইব্রেকারে মার্তিনেজ মানেই আর্জেন্টিনার জয়

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০০: ৪০
টাইব্রেকারে মার্তিনেজ মানেই আর্জেন্টিনার জয়

ম্যাচ টাইব্রেকারে গড়ানোই মানে আর্জেন্টিনার জয়-এমিলিয়ানো মার্তিনেজ যেন সেটা এক রকম নিয়ম বানিয়ে ফেলেছেন। কাতার বিশ্বকাপে গোলবারের নিচে এই পরীক্ষায় ভালোভাবেই উতড়ে গেছেন মার্তিনেজ। ফ্রান্সের বিপক্ষে আজ ফাইনালে এই গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যে তৃতীয় শিরোপার স্বাদ পেল আর্জেন্টিনা। বিশ্বকাপে তিন ম্যাচ ক্লিন শিট রাখা এই গোলরক্ষক জিতেছেন ২০২২ ফুটবল বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস। 

লুসাইলে আজ আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ প্রতি মুহূর্তে মুহূর্তে রোমাঞ্চ ছড়িয়েছিল। ১২০ মিনিটে ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়। এরপর গড়ায় টাইব্রেকারে। কিলিয়ান এমবাপ্পের প্রথম শট মার্তিনেজ ঠেকাতে পারেননি। তখন হয়তো আর্জেন্টাইন গোলরক্ষক মনে মনে বলছিলেন, ‘পিকচার আভি বাকি হ্যাঁ।’ কিংসলে কোমান, অরিলিয়ে চুয়ামেনি-ফরাসি এই দুই ফুটবলারের শট ঠেকিয়ে দিয়েছেন মার্তিনেজ। তাতেই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। 

কাতার বিশ্বকাপে শুধু এই ম্যাচেই নয়, কোয়ার্টারেও পেনাল্টি শ্যুটআউট পরীক্ষায় উতড়ে গিয়েছিলেন মার্তিনেজ। লুসাইলেই গত ৯ ডিসেম্বর নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক, স্টিভেন বার্গুইসের শট প্রতিহত করেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক। 

শুধু লুসাইলেই নয়, গত বছর কোপা আমেরিকাতেও গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন মার্তিনেজ। কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টিতে তাঁর দুর্দান্ত কিপিংয়ের প্রশংসা এখনো অনেকের মুখে মুখে। গারিঞ্চা স্টেডিয়ামে মূল ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। এরপর পেনাল্টির সময়ে ডেভিনসন স্যানচেজ, ইয়েরি মিনা, এদুইন কার্দোনা-কলম্বিয়ার এই তিন ফুটবলারের শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তুলেছিলেন মার্তিনেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত