Ajker Patrika

বিশ্বকাপটা মার্তিনেজেরও

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

নিজের প্রথম বিশ্বকাপে দুই হাতের ক্যারিশমায় বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার দ্বিতীয় গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস জিতলেন মার্তিনেজ। ১৯৭৮ বিশ্বকাপে উবালদো ফিলল প্রথমবার গ্লাভস জিতেছিলেন।

আর্জেন্টিনাকে সোনার ট্রফি এনে দেওয়ার অন্যতম কারিগর আর্জেন্টিনার মার দেল প্লাতা শহরে বেড়ে ওঠা মার্তিনেজ । নির্দিষ্ট ও অতিরিক্ত সময়ে গড়িয়ে যখন ম্যাচ টাইব্রেকারে গড়াল, তখন নায়ক হওয়ার সুযোগটা আসে এই গোলরক্ষকের। সেটি দেখাতেও দেরি করেননি। ফ্রান্সের দ্বিতীয় শট নিতে আসা কিংসলে কোম্যানকেও ঠেকিয়ে দিয়েছেন।

কোপা আমেরিকায় দুর্দান্ত পারফর্ম করা এমিলিয়ানো মার্তিনেজ কাতার বিশ্বকাপে ছিলেন দুর্দান্ত। আর্জেন্টিনার রক্ষণ দেয়ালের পেছনে কোয়ার্টার ফাইনালেরই তাঁকে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হয়েছে। টাইব্রেকারে নেদারল্যান্ডসের প্রথম দুটি শট ঠেকিয়ে ম্যাচের নায়ক হয়ে যান মার্তিনেজ। বিশ্বকাপে তিন ম্যাচ ক্লিন শিট রেখেছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।

বৈশ্বিক টুর্নামেন্টে এমিলিয়ানো মার্তিনেজ মানেই যেন আর্জেন্টিনার ‘দুর্ভেদ্য দেয়াল’। বিপক্ষ দলের ফুটবলারদের নিশ্চিত গোল ঠেকাতে মার্তিনেজের জুড়ি মেলা ভার। আর টাইব্রেকারে মার্তিনেজ যেন হয়ে ওঠেন ‘বাজপাখি’। দুর্দান্ত ডাইভ দিয়ে গোল তো তিনি ঠেকিয়ে দেনই, একই সঙ্গে পেনাল্টি নিতে আসা খেলোয়াড়দের কৌশলে মানসিকভাবে পরাস্ত করেন।

এর আগে লুসাইল স্টেডিয়ামেই আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল প্রথম ৯০ মিনিটে হয় ২-২ ড্র। অতিরিক্ত ৩০ মিনিটেও হয়নি কোনো গোল। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সে ম্যাচেও দুটি শট আটকেই মূলত আর্জেন্টিনাকে সেমিফাইনালে উঠতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মার্তিনেজ।

গত বছর কোপা আমেরিকায়ও এমন দুর্দান্ত অনেক শট বাঁচিয়েছিলেন। ব্রাজিলের বিপক্ষে ফাইনাল তো বটেই। বিশেষ করে, কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টিতে তাঁর দুর্দান্ত কিপিংয়ের প্রশংসা এখনো অনেকের মুখে মুখে। মার্তিনেজ নায়ক হয়ে আবিভূর্ত হয়েছেন গতকাল ফাইনালেও। আর্জেন্টিনার বিশ্বকাপটা আসলে তাঁরও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত