‘শুধু আমরাই না, পুরো দেশ এমন উদযাপন করে’
গোল করার পর সাম্বা নাচে নাচা ব্রাজিলের ঐতিহ্যের অংশ। আর ব্রাজিলিয়ানদের এই নাচ নিয়ে সমালোচনা করছিলেন রয় কিন। কিনকে এবার জবাব দিলেন ভিনিসিউস জুনিয়র। ব্রাজিলের এই ফরোয়ার্ড জানালেন, এই নাচে শুধু তাঁরাই নয়, মেতে ওঠে পুরো দেশবাসী।