ষষ্ঠ শিরোপার মিশনে চোট জর্জর ব্রাজিলের স্কোয়াড। সবগুলো পজিশনে যেন কোনোভাবেই সবাইকে ফিট হিসেবে পাওয়া যাচ্ছেই না। তবুও দুর্দান্ত প্রতাপে কোয়ার্টার ফাইনাল খেলছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে যাওয়ার পথে ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে সেলেসাওরা।
আক্রমণভাগে যথারীতি সবার আগে নাম্বার নাইন হিসেবে রয়েছেন রিচার্লিসন। দুই প্রান্তে রয়েছেন রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র। আর নাম্বার টেন ভূমিকায় আছেন ব্রাজিলের আক্রমণভাগের সেরা তারকা নেইমার।
৪-২-৩-১ ফরমেশনে মাঝমাঠের প্রহরী হিসেবে রয়েছেন অভিজ্ঞ কাসেমিরো ও লুকাস পাকুয়েতা।
রক্ষণভাগে ব্রাজিলের গোলপোস্টের নিরাপত্তার দায়িত্বে থাকবেন রাইটব্যাকে এদার মিলিতাও। দুই সেন্টারব্যাকে রয়েছেন অধিনায়ক থিয়াগো সিলভা ও মারকুইনহোস। এবং লেফটব্যাকে দানিলো।
আর গোলপোস্টে ব্রাজিলের এক নম্বর গোলরক্ষক আলিসন বেকার।
এই দল নিয়েই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে নিয়েছিল নেইমাররা।
ষষ্ঠ শিরোপার মিশনে চোট জর্জর ব্রাজিলের স্কোয়াড। সবগুলো পজিশনে যেন কোনোভাবেই সবাইকে ফিট হিসেবে পাওয়া যাচ্ছেই না। তবুও দুর্দান্ত প্রতাপে কোয়ার্টার ফাইনাল খেলছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে যাওয়ার পথে ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে সেলেসাওরা।
আক্রমণভাগে যথারীতি সবার আগে নাম্বার নাইন হিসেবে রয়েছেন রিচার্লিসন। দুই প্রান্তে রয়েছেন রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র। আর নাম্বার টেন ভূমিকায় আছেন ব্রাজিলের আক্রমণভাগের সেরা তারকা নেইমার।
৪-২-৩-১ ফরমেশনে মাঝমাঠের প্রহরী হিসেবে রয়েছেন অভিজ্ঞ কাসেমিরো ও লুকাস পাকুয়েতা।
রক্ষণভাগে ব্রাজিলের গোলপোস্টের নিরাপত্তার দায়িত্বে থাকবেন রাইটব্যাকে এদার মিলিতাও। দুই সেন্টারব্যাকে রয়েছেন অধিনায়ক থিয়াগো সিলভা ও মারকুইনহোস। এবং লেফটব্যাকে দানিলো।
আর গোলপোস্টে ব্রাজিলের এক নম্বর গোলরক্ষক আলিসন বেকার।
এই দল নিয়েই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে নিয়েছিল নেইমাররা।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
১০ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১১ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
১১ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১৩ ঘণ্টা আগে