বিশ্বকাপে তুলনামূলক দুর্বল মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে শিরোপাপ্রত্যাশী স্পেন। মরক্কোর বিপক্ষে ১২০ মিনিটের ম্যাচ ১০১৯টি পাস খেলেছে লা রোজারা। কিন্তু গোলপোস্টের অন টার্গেটে শট মাত্র একটি। গোলের চেষ্টার এই ঘাটতির জন্যই সমালোচনার মুখে পড়েছে স্পেন ও তাদের খেলার কৌশল টিকি-টাকা।
টিকি-টাকার দিন কি তবে ফুরিয়েছে? এই টুর্নামেন্টেও সবচেয়ে বেশি পাস দিয়ে খেলার রেকর্ডও করেছে স্পেন। প্রতিপক্ষকে তেমন খেলতেই দেয়নি। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশিত ফল না আসায় তা নিয়েই সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, শুধু বল পায়ে রাখলেই কি হয়? এ কথার মোক্ষম জবাব দিয়েছেন স্পেনের বিপক্ষে জয়ী মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম বলের দখল নিয়ে দুশ্চিন্তা করব না। আমরা চেয়েছিলাম আমরা কিছু সুযোগ পাব, সেগুলোই কাজে লাগাব।’
তবে ঠিকঠাক সেগুলোও কাজে লাগাতে পারেনি মরক্কো। চূড়ান্ত জয়টা এসেছে টাইব্রেকার থেকে।
স্পেনের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াকে ‘পেছনের দরজা’ দিয়ে বের হয়ে যাওয়ার মতো দেখছে সে দেশের গণমাধ্যম। তবে ফুটবল বিশেষজ্ঞদের ধারণা, টিকি-টাকাই নয় স্পেনের বিদায় হয়েছে আক্রমণভাগের ব্যর্থতায়। মরক্কোর বিপক্ষে প্রথম ৪৫ মিনিটে মাত্র একটি শট নিয়েছে গোলে। যেটি ১৯৬৬ সালের পর স্পেনের পক্ষে সবচেয়ে কম।
৯০ মিনিটে মাত্র সাতটি শটে রূপান্তরিত হয়েছে। কিন্তু গোলের দেখা না পাওয়াকেই দায়ী করলেন স্পেনের কোচ লুইস এনরিকেও। বললেন, ‘আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি কিন্তু গোলের দেখা পাইনি। ফাইনাল থার্ডে আমরা আরও ভালো করতে পারতাম, কিন্তু যেভাবে আমরা খেলেছি তাতে সন্তুষ্টির চেয়ে বেশি।’
আধুনিক ফুটবলে বলের দখলের সঙ্গে যে গোলটাও গুরুত্বপূর্ণ সে কথাই বলছেন ফুটবল পণ্ডিতরাও। গোলখরা কাটাতে পারলে স্পেন যে আবারও বিশ্ব ফুটবলে শাসন করতে পারে, সে কথাতেও সায় দিয়েছেন অধিকাংশ বিশেষজ্ঞরাই।
বিশ্বকাপে তুলনামূলক দুর্বল মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে শিরোপাপ্রত্যাশী স্পেন। মরক্কোর বিপক্ষে ১২০ মিনিটের ম্যাচ ১০১৯টি পাস খেলেছে লা রোজারা। কিন্তু গোলপোস্টের অন টার্গেটে শট মাত্র একটি। গোলের চেষ্টার এই ঘাটতির জন্যই সমালোচনার মুখে পড়েছে স্পেন ও তাদের খেলার কৌশল টিকি-টাকা।
টিকি-টাকার দিন কি তবে ফুরিয়েছে? এই টুর্নামেন্টেও সবচেয়ে বেশি পাস দিয়ে খেলার রেকর্ডও করেছে স্পেন। প্রতিপক্ষকে তেমন খেলতেই দেয়নি। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশিত ফল না আসায় তা নিয়েই সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, শুধু বল পায়ে রাখলেই কি হয়? এ কথার মোক্ষম জবাব দিয়েছেন স্পেনের বিপক্ষে জয়ী মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম বলের দখল নিয়ে দুশ্চিন্তা করব না। আমরা চেয়েছিলাম আমরা কিছু সুযোগ পাব, সেগুলোই কাজে লাগাব।’
তবে ঠিকঠাক সেগুলোও কাজে লাগাতে পারেনি মরক্কো। চূড়ান্ত জয়টা এসেছে টাইব্রেকার থেকে।
স্পেনের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াকে ‘পেছনের দরজা’ দিয়ে বের হয়ে যাওয়ার মতো দেখছে সে দেশের গণমাধ্যম। তবে ফুটবল বিশেষজ্ঞদের ধারণা, টিকি-টাকাই নয় স্পেনের বিদায় হয়েছে আক্রমণভাগের ব্যর্থতায়। মরক্কোর বিপক্ষে প্রথম ৪৫ মিনিটে মাত্র একটি শট নিয়েছে গোলে। যেটি ১৯৬৬ সালের পর স্পেনের পক্ষে সবচেয়ে কম।
৯০ মিনিটে মাত্র সাতটি শটে রূপান্তরিত হয়েছে। কিন্তু গোলের দেখা না পাওয়াকেই দায়ী করলেন স্পেনের কোচ লুইস এনরিকেও। বললেন, ‘আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি কিন্তু গোলের দেখা পাইনি। ফাইনাল থার্ডে আমরা আরও ভালো করতে পারতাম, কিন্তু যেভাবে আমরা খেলেছি তাতে সন্তুষ্টির চেয়ে বেশি।’
আধুনিক ফুটবলে বলের দখলের সঙ্গে যে গোলটাও গুরুত্বপূর্ণ সে কথাই বলছেন ফুটবল পণ্ডিতরাও। গোলখরা কাটাতে পারলে স্পেন যে আবারও বিশ্ব ফুটবলে শাসন করতে পারে, সে কথাতেও সায় দিয়েছেন অধিকাংশ বিশেষজ্ঞরাই।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১০ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১০ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১০ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫