আজ লুসাইলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলকে যেন উজ্জীবিত করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই মিডফিল্ডার নিজেদের খুব শক্তিশালী দল মনে করেন।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে হোঁচট খেয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। মেক্সিকো ও পোল্যান্ড—দুটি দলের বিপক্ষেই ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-১ গোলে, যেখানে এবারের বিশ্বকাপে ৩ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন লিওনেল মেসি। গোল পেয়েছেন ম্যাক অ্যালিস্টার নিজেও। কোয়ার্টার ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন এই তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত। আর্জেন্টিনা খুবই শক্তিশালী দল। আমাদের দলটা দারুণ, ইতিহাসও ভালো। অনেক তারকা খেলোয়াড় আছে। আমাদের লক্ষ্য হচ্ছে পরের রাউন্ডে যাওয়া। আমরা একসঙ্গে খেলি এবং খেলাটা বেশ উপভোগ করি। যখন আমরা মাঠে খেলি, আমাদের সেরাটাই দিই।’
ম্যাক অ্যালিস্টার নিজেদের এগিয়ে রাখছেন ঠিকই। তবে নেদারল্যান্ডস দলেরও প্রশংসা করেছেন। আর্জেন্টাইন এই তরুণ মিডফিল্ডার বলেন, ‘তারা খুব দারুণ দল। আমরা ফুটবল দেখতে পছন্দ করি। আমরা তাদের খেলা দেখেছি। তাদের অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন ম্যাক অ্যালিস্টার। আন্তর্জাতিক ফুটবলে করেছেন ১ গোল এবং ১টি গোলে অ্যাসিস্ট করেছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার।
আজ লুসাইলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলকে যেন উজ্জীবিত করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই মিডফিল্ডার নিজেদের খুব শক্তিশালী দল মনে করেন।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে হোঁচট খেয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। মেক্সিকো ও পোল্যান্ড—দুটি দলের বিপক্ষেই ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-১ গোলে, যেখানে এবারের বিশ্বকাপে ৩ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন লিওনেল মেসি। গোল পেয়েছেন ম্যাক অ্যালিস্টার নিজেও। কোয়ার্টার ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন এই তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত। আর্জেন্টিনা খুবই শক্তিশালী দল। আমাদের দলটা দারুণ, ইতিহাসও ভালো। অনেক তারকা খেলোয়াড় আছে। আমাদের লক্ষ্য হচ্ছে পরের রাউন্ডে যাওয়া। আমরা একসঙ্গে খেলি এবং খেলাটা বেশ উপভোগ করি। যখন আমরা মাঠে খেলি, আমাদের সেরাটাই দিই।’
ম্যাক অ্যালিস্টার নিজেদের এগিয়ে রাখছেন ঠিকই। তবে নেদারল্যান্ডস দলেরও প্রশংসা করেছেন। আর্জেন্টাইন এই তরুণ মিডফিল্ডার বলেন, ‘তারা খুব দারুণ দল। আমরা ফুটবল দেখতে পছন্দ করি। আমরা তাদের খেলা দেখেছি। তাদের অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন ম্যাক অ্যালিস্টার। আন্তর্জাতিক ফুটবলে করেছেন ১ গোল এবং ১টি গোলে অ্যাসিস্ট করেছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
২১ মিনিট আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
৩১ মিনিট আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
২ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে