Ajker Patrika

মেসিকে ডাচ গোলরক্ষকের হুমকি

মেসিকে ডাচ গোলরক্ষকের হুমকি

কোয়ার্টার ফাইনালের সূচি নিশ্চিত হওয়ার পর থেকেই নেদারল্যান্ডস দলের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। তাঁকে আটকানোর জন্য নানান কৌশল সাজানোর চেষ্টা করছেন ডাচ কোচ লুই ফন গাল।

মেসিকে আটকানোর জন্য যখন ডাচ কোচ ফন গাল হন্যে হয়ে সমাধান খোঁজার চেষ্টা করছেন ঠিক তখনই দলের গোলরক্ষক আন্দ্রিস নোপের্ট তাঁকে আশ্বস্ত করছেন। আর্জেন্টাইন তারকাকে এক রকম হুমকি দিয়ে রাখলেন তিনি। তাঁর মতে, সে একজন মানুষ। তাই তাঁর পেনাল্টি আটকাতে প্রস্তুত তিনি।

আর্জেন্টিনার বিপক্ষে আগামীকাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস। নির্ধারিত সময় ম্যাচে গোল না হলে পেনাল্টি শুটআউটে মেসির পেনাল্টি আটকাতে পারবেন কি না এমন প্রশ্নের উত্তরে নোপার্ট বলেছেন, ‘আমি সব সময় তাঁর পেনাল্টি আটকাতে প্রস্তুত। সে আগেও মিস করেছে। বিশ্বকাপের শুরুতেও আমরা এমনটি দেখেছি। তাই সে আমাদের মতো একজন মানুষ। নিশ্চিতভাবেই সে দুর্দান্ত একজন ফুটবলার। তবে আমিও নিশ্চিত তাঁর পেনাল্টি রুখে দিতে পারব।’

এখন দেখার বিষয় নোপের্টের জবাব কীভাবে দেবেন মেসি। তবে এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মেই আছেন পিএসজি তারকা। ইতিমধ্যে ৩ গোল করেছেন তিনি। সঙ্গে সতীর্থদের দিয়ে ১ গোলও করিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। বিশ্বকাপ আর খেলবেন না বলে আগেই ঘোষণা দেওয়ায় এবারই তাঁর শেষ সুযোগ আরাধ্য স্বপ্ন পূরণের। তার জন্য নিশ্চিতভাবেই কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেদারল্যান্ডসকে আগে হারাতে হবে। আর অবশ্যই প্রতিপক্ষের বিপক্ষে জিততে আর্জেন্টাইন তারকাকে সেরাটা দিতে হবে লুসাইল স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত