পরীক্ষিত বনাম বিস্ময়ের লড়াই
আফ্রিকার প্রথম কোনো দল হিসেবে আজ বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে মরক্কো। এই বিশ্বকাপে কোয়ার্টার পর্যন্ত মরোক্কানরা যা করে দেখিয়েছে, সেটা রীতিমতো বিস্ময়! আর এই বিস্ময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর, তিনি যেন অ্যাটলাস পর্বতের (মরক্কো) অতন্দ্র প্রহরী।