Ajker Patrika

বুয়েনস এইরেসে উড়ছে বাংলাদেশের পতাকা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ২১: ২৬
বুয়েনস এইরেসে উড়ছে বাংলাদেশের পতাকা

বাংলাদেশের মানুষ যে কতটা ফুটবলপ্রেমী, তা এবার আর্জেন্টিনা বেশ ভালোভাবেই টের পেয়েছে। আর্জেন্টিনা এই ফুটবলপ্রেমকেও বিশ্বের কাছে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এবার দেশটির রাজধানী শহর বুয়েনস এইরেসে ওড়ানো হয়েছে বাংলাদেশের পতাকা।

আর্জেন্টিনার ম্যাচ হলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখানো হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কয়েক লাখ মানুষ প্রজেক্টরে খেলা উপভোগ করতে পারেন। বাংলাদেশের জনগণের এই ফুটবল উন্মাদনা শেয়ার করা হয়েছে ইএসপিএন এফসির পেজে। আর্জেন্টিনার গণমাধ্যমকর্মীরাও তাঁদের ফেসবুক, টুইটারে শেয়ার করেছেন। বিশ্বমঞ্চে তাঁরা বাংলাদেশকে দারুণভাবে উপস্থাপন করেছে। 

এই নিয়ে ফুটবল বিশ্বকাপে ছয়বার ফাইনাল খেলছে আর্জেন্টিনা। এবারের আগে পাঁচবার ফাইনাল খেলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে দুবার। ১৯৭৮ সালে নেদারল্যান্ডস এবং ১৯৮৬ বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে শিরোপার স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। আর রানার্সআপ হয়েছে তিন বিশ্বকাপে। ১৯৩০ বিশ্বকাপে আর্জেন্টিনা হেরেছিল উরুগুয়ের কাছে। ১৯৯০ ও ২০১৪-এই দুই বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁদিয়েছিল জার্মানি। ১৮ ডিসেম্বর লুসাইলের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো বা ফ্রান্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত