Ajker Patrika

‘যাও সবাই একসঙ্গে, শেষ করে দাও রোববার’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৮: ৪১
‘যাও সবাই একসঙ্গে, শেষ করে দাও রোববার’

ষষ্ঠ বারের মতো ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আজ ফ্রান্স-মরক্কো ম্যাচে যে দল জিতবে, তারা আর্জেন্টিনার সঙ্গে ফাইনালে খেলবে। আগামী রোববার কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা।

গতকাল সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। কাঁধে কাঁধে হাত রেখে উল্লাসে মেতেছেন আলভারেজ-দি পলরা। তবে এই উদযাপনে নিজেদের বেশি সময় ব্যয় করতে যেন নারাজ আর্জেন্টিনার খেলোয়াড়েরা। সেমিফাইনালে জয়ের পর লিসান্দ্রো মার্তিনেজ সতীর্থদের উদ্দেশ্যে বলেছেন, রোববার ফাইনালেও যেন প্রতিপক্ষকে তছনছ করে দেওয়া হয়। তাঁদের মস্তিষ্কে ট্রফিই ধ্যানজ্ঞান। 

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের ৬২ মিনিটের লিয়ান্দ্রো পারেদেসের বদলি হিসেবে নামনে মার্তিনেজ। ম্যাচের পর সতীর্থদের কাঁধে কাঁধে হাত রাখার একটি ছবি টুইট করেছেন এই সেন্ট্রাল ডিফেন্ডার। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এই আনন্দ ব্যাখ্যা করা যাবে না…। এটা নিজের ওপর নির্ভর করে (আর্জেন্টিনা)।’ 

মার্তিনেজ মনে করছেন, এমন দুর্দান্ত জয় পেলেই কেবল এমন উদযাপনের উপলক্ষ হয়। চূড়ান্ত উদযাপন এখনো বাকি আছে। ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার লিখেছেন, ‘যাও সবাই একসঙ্গে, শেষ করে দাও রোববার (ফাইনাল)।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত