গাজীপুরে তিন কলোনিতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় বুধবার দিবাগত রাতে তিনটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে তিনটি কলোনির শতাধিক বসতঘর, দোকান ও মালামাল পুড়ে গেছে।