Ajker Patrika

ধুনটে দুই ট্রাক্টরের মাঝে চাপা পড়ে শিশু নিহত, ৪ ট্রাক্টর পুড়িয়ে দিল গ্রামবাসী

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনটে দুই ট্রাক্টরের মাঝে চাপা পড়ে শিশু নিহত, ৪ ট্রাক্টর পুড়িয়ে দিল গ্রামবাসী

বগুড়ার ধুনট উপজেলায় বালুবাহী দুই ট্রাক্টরের মাঝে চাপা পড়ে আহসান হাবিব (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আড়কাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ৪টি ট্রাক্টর ও একটি খননযন্ত্র (এক্সকাভেটর মেশিন) পুড়িয়ে দিয়েছে। 

নিহত আহসান হাবিব আড়কাটিয়া গ্রামের মুনজু সরকারের ছেলে এবং ধুনট সদরের আল-কোরআন একাডেমির শিক্ষার্থী ছিল। 

স্থানীয়রা জানান, নাব্যতা ফেরাতে ইছামতী নদী খননের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। খননকালে নদীর তলদেশ থেকে উত্তোলন করা বালু-মাটি নদীতীরে সংরক্ষণ করা হয়। সেই মাটি স্থানীয় দুই ব্যবসায়ী বিক্রি করে আসছেন। মঙ্গলবার দুপুরে নদীর পাড় থেকে বালু-মাটি পরিবহনের সময় দুটি ট্রাক্টরের মাঝে চাপা পড়ে শিশু আহসান হাবিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শিশু আহসান হাবিবের মৃত্যুর খবরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বালু-মাটি পরিবহনের ৪টি ট্রাক্টর ও একটি খননযন্ত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে তার আগেই আগুনে পুড়ে যায় বাহনগুলো। পরে পুলিশ পরিবহনগুলো জব্দ করেছে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, ট্রাক্টরের চাপায় শিশু নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আগুনে পোড়া পরিবহনগুলো জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত