Ajker Patrika

নারায়ণগঞ্জের বিসিকে গ্যাসের পাইপ ফেটে আগুন, বন্ধ সংযোগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২৪, ১৫: ৫২
নারায়ণগঞ্জের বিসিকে গ্যাসের পাইপ ফেটে আগুন, বন্ধ সংযোগ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরী এলাকায় সড়কে গ্যাসলাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টায় ঢাকা-পাগলা-মুন্সিগঞ্জ সড়কের শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের পর থেকে বিসিকসহ আশপাশের এলাকায় গ্যাসের সংযোগ বন্ধ রাখা হয়েছে। 

বিসিক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, ‘আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। মূলত বিসিকের সামনের সড়কে নির্মাণকাজ চলছে। এক্সকাভেটর দিয়ে খনন করার সময় সড়কের নিচে থাকা গ্যাসের পাইপ ফেটে যায়। সঙ্গে সঙ্গেই আগুনের সূত্রপাত ঘটে। গ্যাসের চাপের কারণে আগুনের শিখা প্রায় ৩০ ফুট ওপরে উঠে যায়। রাস্তার সঙ্গে থাকা কয়েকটি টিনশেড দোকানে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়।’ 

তিনি বলেন, ‘প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমাদের মোট ছয়টি ইউনিট কাজ করেছে আগুন নিয়ন্ত্রণে। বর্তমানে পাইপ সংস্কারের পাশাপাশি পুরো এলাকায় গ্যাসের সংযোগ বন্ধ রাখা হয়েছে। সংস্কার শেষে ফের গ্যাসলাইন চালু করা হবে।’ 

আগুনে দোকান পুড়ে যায়নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন বলেন, ‘আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিন-চারটি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের বিষয়ে আমাদের তদন্তকাজ চলবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত