Ajker Patrika

মাছ ধরতে নেমে ব্রহ্মপুত্রে নদে জেলের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
মাছ ধরতে নেমে ব্রহ্মপুত্রে নদে জেলের মৃত্যু

মাছ ধরতে নেমে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত (৪৫) এক জেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল পৌঁছে ওই জেলের মরদেহ উদ্ধার করে। আজ বুধবার নগরীর চর কালীবাড়ী পাওয়ার হাউস সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নদে জাল নিয়ে মাছ ধরতে নেমেছিল এক অজ্ঞাত জেলে। এ সময় শুকনো নদের একটি অংশে খনন করা গর্তের পানিতে তলিয়ে যায় জেলে। পরে ঘটনাটি স্থানীয়রা দেখে জাতীয় জরুরি সেবায় কল করলে আমাদের ডুবুরি দল ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, ‘জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার নাম ও পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত