টিকার জটিলতা কাটছে
মাস খানেক আগেও টিকার সংকট ছিল। তবে এখন তা কিছুটা কেটেছে। গত আগস্টে দেশে টিকা এসেছে প্রায় সোয়া ১ কোটি। এ মাসে ২ কোটির বেশি পাওয়ার আশা। মজুত বাড়ায় টিকা দেওয়ার পরিধি বাড়ছে। ফাইজারের টিকা সংরক্ষণে যে জটিলতা ছিল, সেটিও কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। ফলে গণটিকা না হলেও মাসে দুই কোটি টিকা দিতে চায় সরকার।