Ajker Patrika

সোমবার আসছে ফাইজারের ১০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সোমবার আসছে ফাইজারের ১০ লাখ টিকা

কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে ফাইজারের আরও ১০ লাখ টিকা আগামীকাল সোমবার সন্ধ্যায় দেশে এসে পৌঁছাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রের দেওয়া উপহারের এই টিকা কাতার এয়ারওয়েজের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। বিমানবন্দরে টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময়ে আমেরিকার রাষ্ট্রদূত আর মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন। 

গত ২৩ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আগামী সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসার কথা জানিয়েছিলেন। তারই অংশ হিসেবে ১০ লাখ ডোজ টিকা আসছে। সেপ্টেম্বরে ধাপে ধাপে বাকি ৫০ লাখ ডোজ টিকা আসবে বলে জানানো হয়েছে।

এর আগে গত ৩১মে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমেই ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ওই টিকাও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

‘ভাবি’ শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক: উপদেষ্টা ফরিদা আখতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

News Hub