Ajker Patrika

বৃহস্পতিবার থেকে শিশুদের পরীক্ষামূলক টিকাদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

কোভিড টিকার আওতায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের কোভিড টিকার আওতায় আনা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার মানিকগঞ্জের দুটি স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে দুটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রথম দিনের পরীক্ষামূলক টিকা প্রদান করা হবে।

আজ বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

সংবাদ সম্মেলনে ডা. এবিএম খুরশীদ আলম বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে এই টিকার 'টেস্ট রান' শুরু করব। প্রাথমিকভাবে দুটি সরকারি স্কুলের ১২ থেকে ১৭ বছরের ছেলেমেয়েদের বেছে নিয়েছি। তাঁদের ফাইজারের টিকা দেওয়া হবে।'

এসব শিশুদের টিকা দেওয়ার পর ১০ থেকে ১২ দিন পর্যবেক্ষণে রাখা হবে। টিকা গ্রহীতাদের শরীরে কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দিলে ঢাকার মধ্যে বড় পরিসরে শিশুদের মধ্যে টিকা দান কার্যক্রম শুরু করা হবে। তখন এই কার্যক্রমের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবসহ অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারাও সংযুক্ত হবেন বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যের মহাপরিচালক।

প্রাথমিকভাবে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত