Ajker Patrika

১০ সপ্তাহ পর কমে যায় অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকার কার্যকারিতা: গবেষণা

আজকের পত্রিকা অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ জুলাই ২০২১, ০০: ১০
১০ সপ্তাহ পর কমে যায় অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকার কার্যকারিতা: গবেষণা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজারের করোনাভাইরাসের টিকা নেওয়ার ১০ সপ্তাহ বা আড়াই মাস পর এর কার্যকারিতা কমে যায়। ছয় সপ্তাহ পর থেকেই এই দুটি টিকা করোনার বিরুদ্ধে কম কাজ করতে শুরু করে। ১০ মাস পরে আগের চেয়ে ৫০ শতাংশ কম কাজ করে। ল্যানসেটের একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। 

 ১৮ এবং এর চেয়ে বেশি বয়সী ৬০০ জনের ওপর গবেষণা করে এ তথ্য পাওয়া গেছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকেরা বলছেন, এভাবে অ্যান্টিবডির কার্যকারিতা কমতে থাকলে করোনার নতুন ধরন নিয়ে শঙ্কা তৈরি হবে। তবে অ্যাস্ট্রাজেনেকার চেয়ে ফাইজার বেশি শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে বলে জানান তাঁরা। যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের চেয়ে যারা টিকা নিয়েছেন তাঁদের দেহের অ্যান্টিবডি করোনার বিরুদ্ধে অধিক কার্যকর। 

গবেষক দলের ইউসিএল ইনস্টিটিউটের সদস্য মধুমিতা শ্রুত্রি এনডিটিভিকে জানান, ‘প্রাথমিক পর্যায়ে এই দুই টিকা দারুণ কাজ করে। কিন্তু দুই-তিন মাস পর এটি দুর্বল হতে থাকে।’ বুস্টার ডোজ নিয়ে ভাবার সময় এসেছে বলেও জানান তাঁরা। বিশেষ করে যাদের বয়স ৭০ কিংবা এর বেশি, তাঁদের ক্ষেত্রে বুস্টার ডোজ কাজ করতে পারে বলে প্রাথমিক পর্যায়ে ধারণা করেন এ গবেষক দল। 
 
অন্যদিকে, সিনোভ্যাক্সের করোনার টিকার অ্যান্টিবডির কার্যকারিতা ছয় মাস পর কমতে থাকে। চীনের একটি গবেষক দলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের ওপর এক গবেষণা থেকে এই তথ্য জানা যায়। দ্বিতীয় ডোজ নেওয়ার পর থেকে সময় হিসাব করা হয়। গত রোববার এ সংক্রান্ত গবেষণাটি গণমাধ্যমে প্রকাশ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত