নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অব্যবস্থাপনা নিয়ে শুরু হওয়া গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে প্রায় ২৮ লাখ মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি ২ লাখের বেশি মানুষকে নিয়মিত টিকার অংশ হিসেবে প্রথম ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এদিন ৩০ লাখের বেশি টিকা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল মঙ্গলবার দুই ডোজ মিলে টিকা নিয়েছেন ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জন। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৭ লাখ ৯১ হাজার ২৮ জনকে।
গত ৭ আগস্ট শুরু হওয়া গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে ৩১ লাখ ২৪ হাজার ৬৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। সে অনুযায়ী এবার প্রথম দিনে লাখের বেশি টিকা কম দেওয়া হয়েছে।
দেশে এখন পর্যন্ত কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ৩ কোটি ৯১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ টিকা এসেছে। এর মধ্যে দেওয়া হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ ডোজ। প্রয়োগ হওয়া এসব টিকা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।
এর আগে মঙ্গলবার সারা দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা এবং ১২টি সিটি করপোরেশনের ৪৩৩টি ওয়ার্ডের কেন্দ্রে একযোগে শুরু হয় দ্বিতীয় ডোজের টিকাদান।
প্রথম ডোজের থেকে এবার ভোগান্তি তুলনামূলক কম। তবে বুথের সংখ্যা না বাড়িয়ে দুই দিনের টিকা এক দিনে দেওয়ায় টিকাদানে ধীরগতি লক্ষ করা গেছে। এ ছাড়া অনেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থকেও টিকা পাননি। অথচ স্বজনপ্রীতির মাধ্যমে অনেককেই কেন্দ্রে ঢুকে সরাসরি টিকা নিতে দেখা গেছে।
অব্যবস্থাপনা নিয়ে শুরু হওয়া গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে প্রায় ২৮ লাখ মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি ২ লাখের বেশি মানুষকে নিয়মিত টিকার অংশ হিসেবে প্রথম ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এদিন ৩০ লাখের বেশি টিকা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল মঙ্গলবার দুই ডোজ মিলে টিকা নিয়েছেন ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জন। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৭ লাখ ৯১ হাজার ২৮ জনকে।
গত ৭ আগস্ট শুরু হওয়া গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে ৩১ লাখ ২৪ হাজার ৬৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। সে অনুযায়ী এবার প্রথম দিনে লাখের বেশি টিকা কম দেওয়া হয়েছে।
দেশে এখন পর্যন্ত কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ৩ কোটি ৯১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ টিকা এসেছে। এর মধ্যে দেওয়া হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ ডোজ। প্রয়োগ হওয়া এসব টিকা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।
এর আগে মঙ্গলবার সারা দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা এবং ১২টি সিটি করপোরেশনের ৪৩৩টি ওয়ার্ডের কেন্দ্রে একযোগে শুরু হয় দ্বিতীয় ডোজের টিকাদান।
প্রথম ডোজের থেকে এবার ভোগান্তি তুলনামূলক কম। তবে বুথের সংখ্যা না বাড়িয়ে দুই দিনের টিকা এক দিনে দেওয়ায় টিকাদানে ধীরগতি লক্ষ করা গেছে। এ ছাড়া অনেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থকেও টিকা পাননি। অথচ স্বজনপ্রীতির মাধ্যমে অনেককেই কেন্দ্রে ঢুকে সরাসরি টিকা নিতে দেখা গেছে।
কৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
৩৬ মিনিট আগেহাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি...
৪০ মিনিট আগেগতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৭ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১২ ঘণ্টা আগে