শেষ দিকে কে দাপট দেখাতে আসছেন বরিশালে
বিপিএলের শেষ চারে উঠতে একটু কষ্টই হয়েছে ফরচুন বরিশালের। তবে বরিশাল-সমর্থকদের কিছুটা স্বস্তি, গতকাল তাদের প্লে-অফ নিশ্চিত হয়েছে। প্লে-অফ নিশ্চিত হলেও খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগও নেই আসলে। এখন যে ম্যাচই খেলবেন তামিমরা, সেটি তাদের নক-আউট। হারলেই বিদায়! বিপিএলের শেষ পর্যায়ে বরিশাল তাই আরেকটি চমক দিচ