Ajker Patrika

শেষ দিকে কে দাপট দেখাতে আসছেন বরিশালে 

শেষ দিকে কে দাপট দেখাতে আসছেন বরিশালে 

বিপিএলের শেষ চারে উঠতে একটু কষ্টই হয়েছে ফরচুন বরিশালের। তবে বরিশাল-সমর্থকদের কিছুটা স্বস্তি, গতকাল তাদের প্লে-অফ নিশ্চিত হয়েছে। প্লে-অফ নিশ্চিত হলেও খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগও নেই আসলে। এখন যে ম্যাচই খেলবেন তামিমরা, সেটি তাদের নক-আউট। হারলেই বিদায়! বিপিএলের শেষ পর্যায়ে বরিশাল তাই আরেকটি চমক দিচ্ছে—কাল এসে পড়ছেন ডেভিড মিলার। 

পরশু মিরপুরে প্রথম এলিমিনেটরের বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচের আগে বরিশাল তাদের অস্ত্রের ভান্ডার আরও শক্তিশালী করতে চাইছে। সে কারণেই হাজির হচ্ছেন ‘কিলার মিলার’! আজ ফেসবুকে বরিশাল পোস্ট করেছে, ‘আতশবাজি তৈরি রাখুন। কিলার মিলার এখন পথে। নিখাদ দাপট দেখতে তৈরি হন।’ এই স্ট্যাটাসে দলের অলরাউন্ডার সাইফউদ্দিন দিয়েছেন মজার এক ইমোজি। 

মাঝে বরিশালে খেলে গেছেন আরেক প্রোটিয়া তারকা কেশব মহারাজ। খেলেছেন পাকিস্তানের শোয়েব মালিক। এই মুহূর্তে বরিশালে বিদেশি তারকাদের মধ্যে আছেন আহমেদ শেহজাদ, আকিব জাবেদ, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, জেমস ফুলারের মতো ক্রিকেটাররা। 

স্থানীয় তারকাদের মধ্যে তামিম তো আছেনই, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিনের মতো খেলোয়াড়েরা খেলছেন বরিশালে। তবু দলটির শেষ চার নিশ্চিত করতে ঘাম ছুটে গেছে। তামিম অবশ্য দলকে সামনে থেকে নেতৃত্বই দিচ্ছেন। এই মুহূর্তে ১২ ইনিংসে ৩৯২ রান করে শীর্ষ রানসংগ্রাহক তিনি। বরিশাল শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটিই দেখার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত