নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেষ চার প্রায় নিশ্চিতই ছিল ফরচুন বরিশালের। তবু খুলনা টাইগার্সের সঙ্গে একটু সমীকরণও ছিল। তবে কোনো হিসাবই রাখল না তারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বরিশাল।
বরিশালের ঝুলে থাকা শেষ চারের আশাটা নিশ্চিত করার ম্যাচে অধিনায়ক তামিম ইকবাল খেলেছেন ৬৬ রানের অসাধারণ এক ইনিংস। তাঁর দুর্দান্তে ইনিংসে চড়ে কুমিল্লার দেওয়া ১৪১ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে তাড়া করেছে বরিশাল। এই জয়ে লিগ পর্ব শেষে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। টেবিলের ৩ নম্বরে আছেন তামিম-মাহমুদউল্লাহ রিয়াদরা। ফলে রাতের ম্যাচে খুলনার জয়-পরাজয়ের কোনো প্রভাব কাজ করবে না আর।
ঢাকায় ফিরে বিপিএলের স্কোর আবার পড়তির দিকে। টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে নাকাল হয় কুমিল্লা। লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন ও আন্দ্রে রাসেলের উইকেট নিয়ে ১৪০ রানে কুমিল্লাকে আটকে রাখতে এই বাঁহাতি স্পিনারের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
১৬ বলে ৪ ছক্কা ও ২ চারে ৩৮ রানের অসাধারণ এক অপরাজিত ইনিংস খেলেছেন জাকের আলী অনিক। না হলে কুমিল্লার স্কোরটা ১০০ পার হাওয়া ছিল কঠিন ব্যাপার। মাইন আলী ২২ বলে ২৩ ও তাওহীদ হৃদয় ২৬ বলে খেলেছেন ২৫ রানের মন্থর ইনিংস। বরিশালের হয়ে তাইজুল ২০ রানে ৩টি ও মোহাম্মদ সাইফউদ্দিন ১৬ রান খরচে নিয়েছেন ২টি উইকেট।
১৪১ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই আহমেদ শেহজাদের (১) উইকেট হারায় বরিশাল। দ্বিতীয় উইকেটে কাইল মায়ার্স ও তামিমের ৬৪ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় তারা। ২৫ রান করে মায়ার্স ফেরার পর তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৩৯ রানের আরেকটি কার্যকর জুটি গড়েছেন তামিম।
জয় থেকে বরিশাল ১৯ রান দূরে। তখন রাসেলের শিকার হয়েছেন তামিম। ৪৮ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। যার সৌজন্যে চলতি বিপিএলে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তামিম। ১২ ম্যাচে তাঁর রান ৩৯১। দুইয়ে থাকা কুমিল্লার হৃদয়ের ৩৮৩ রান।
শেষ দিকে মাহমুদউল্লাহর ১২ ও সৌম্য সরকারের অপরাজিত ৬ রানে জয় নিশ্চিত হয় বরিশালের। কুমিল্লার হয়ে ২টি উইকেট নিয়েছেন পেসার মুশফিক হাসান।
শেষ চার প্রায় নিশ্চিতই ছিল ফরচুন বরিশালের। তবু খুলনা টাইগার্সের সঙ্গে একটু সমীকরণও ছিল। তবে কোনো হিসাবই রাখল না তারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বরিশাল।
বরিশালের ঝুলে থাকা শেষ চারের আশাটা নিশ্চিত করার ম্যাচে অধিনায়ক তামিম ইকবাল খেলেছেন ৬৬ রানের অসাধারণ এক ইনিংস। তাঁর দুর্দান্তে ইনিংসে চড়ে কুমিল্লার দেওয়া ১৪১ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে তাড়া করেছে বরিশাল। এই জয়ে লিগ পর্ব শেষে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। টেবিলের ৩ নম্বরে আছেন তামিম-মাহমুদউল্লাহ রিয়াদরা। ফলে রাতের ম্যাচে খুলনার জয়-পরাজয়ের কোনো প্রভাব কাজ করবে না আর।
ঢাকায় ফিরে বিপিএলের স্কোর আবার পড়তির দিকে। টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে নাকাল হয় কুমিল্লা। লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন ও আন্দ্রে রাসেলের উইকেট নিয়ে ১৪০ রানে কুমিল্লাকে আটকে রাখতে এই বাঁহাতি স্পিনারের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
১৬ বলে ৪ ছক্কা ও ২ চারে ৩৮ রানের অসাধারণ এক অপরাজিত ইনিংস খেলেছেন জাকের আলী অনিক। না হলে কুমিল্লার স্কোরটা ১০০ পার হাওয়া ছিল কঠিন ব্যাপার। মাইন আলী ২২ বলে ২৩ ও তাওহীদ হৃদয় ২৬ বলে খেলেছেন ২৫ রানের মন্থর ইনিংস। বরিশালের হয়ে তাইজুল ২০ রানে ৩টি ও মোহাম্মদ সাইফউদ্দিন ১৬ রান খরচে নিয়েছেন ২টি উইকেট।
১৪১ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই আহমেদ শেহজাদের (১) উইকেট হারায় বরিশাল। দ্বিতীয় উইকেটে কাইল মায়ার্স ও তামিমের ৬৪ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় তারা। ২৫ রান করে মায়ার্স ফেরার পর তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৩৯ রানের আরেকটি কার্যকর জুটি গড়েছেন তামিম।
জয় থেকে বরিশাল ১৯ রান দূরে। তখন রাসেলের শিকার হয়েছেন তামিম। ৪৮ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। যার সৌজন্যে চলতি বিপিএলে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তামিম। ১২ ম্যাচে তাঁর রান ৩৯১। দুইয়ে থাকা কুমিল্লার হৃদয়ের ৩৮৩ রান।
শেষ দিকে মাহমুদউল্লাহর ১২ ও সৌম্য সরকারের অপরাজিত ৬ রানে জয় নিশ্চিত হয় বরিশালের। কুমিল্লার হয়ে ২টি উইকেট নিয়েছেন পেসার মুশফিক হাসান।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে