ক্রীড়া ডেস্ক
ম্যাচ জয় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিল দুর্দান্ত ঢাকা। শেষ দিকে ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের কোনো সুযোগ না থাকলেও শেষ ওভার পর্যন্ত দর্শকদের বিনোদন দিলেন ঢাকার ব্যাটার অ্যালেক্স রস।
শেষ ওভার করতে আসা সৌম্য সরকারের ৬ বলে ২৩ রান নেন রস। তিন ছক্কা ও ১ চারে এই রান নিয়ে শুধু দলের পরাজয়ের ব্যবধানটাই কমান অস্ট্রেলিয়ান ব্যাটার। এতে ২৭ রানের জয় পায় বরিশাল। বসন্তের দিনে বরিশালের টানা দ্বিতীয় জয়ের বিপরীতে ঢাকার টানা নবম হার। দল হারলেও নিজের ব্যাটিংয়ের পুরোটা সময়ই এভাবে বিনোদন দিয়েছেন রস। ১৮৭ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ঢাকার হয়ে একাই লড়েছেন তিনি। তাঁকে রাজধানীর দলটির কোনো সতীর্থই সঙ্গ দিতে পারেননি।
চারে নেমে এক প্রান্ত আগলে রেখে নিঃসঙ্গ শেরপার মতো লড়ে গেছেন রস। তাঁর ৪৯ বলে ৮৯ রানের সৌজন্য ৮ উইকেটে ১৫৯ রান করতে পারে ঢাকা। অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৭ ছক্কায়। ঢাকার ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন ৩টি করে উইকেট নেওয়া দুই পেসার সাইফউদ্দিন ও খালেদ আহমেদ।
এতে দুই ইনিংসেরই শেষ ওভারে রান এসেছে ২৩ করে। রসের আগে ফরচুন বরিশালের হয়ে ব্যাটিংয়ে শেষ ওভারে ২৩ রান নিয়েছিলেন শোয়েব মালিক ও মোহাম্মদ সাইফউদ্দিন। শরীফুলের করা শেষ ওভারটিতে অবশ্য মালিকের অবদান ছিল মাত্র ১ রান। শেষ ৫ বলে বাকি ২২ রানই নেন সাইফউদ্দিন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৬ রান করে বরিশাল। বড় রান সংগ্রহের শুরুটাও দুর্দান্ত করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ। উদ্বোধনী জুটিতে ৭৬ রান যোগ করেন দুজনে। ২৪ রানে পাকিস্তানি ব্যাটার শেহজাদ আউট হলেও দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তামিম। ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। ৭ চার ও ৪ ছক্কার সাজানো ইনিংসটি এবারের বিপিএলে তাঁর প্রথম ফিফটি। দুই ব্যাটারকেই আউট করেছেন ঢাকার অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। পরে মাহমুদউল্লাহকে আউট করে ৩০ রানে ৩ উইকেট নিয়ে ঢাকার সেরা বোলারও তিনি।
৪ ছক্কায় একটা রেকর্ডও গড়েছেন তামিম। ঘরের মাঠে আজ প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ছক্কার সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। তামিমের ১০৩ ছক্কার আগে প্রথম ব্যাটার হিসেবে ছক্কার সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের ছক্কা ১৪৩ টি। ৭১ রানের ইনিংসের জন্য ম্যাচসেরাও হয়েছেন তামিম।
তামিম যখন আউট হন তখন বরিশালের রান ২ উইকেটে ১২৪। সেখান থেকে দলের স্কোর ১৮৬ দাঁড়ায় সৌম্য সরকার ও মোহাম্মদ সাইফউদ্দিনের দুটি বিশর্ধ্বো ইনিংসের সৌজন্যে। সৌম্য ২৮ রান করতে ২৩ বল খেললেও শেষ ওভারে ঝোড়ো ব্যাটিং করে ২৩ রান করেছেন সাইফউদ্দিন। ৬ বলে সমান ২টি চার ও ছক্কা মেরেছেন বাংলাদেশি অলরাউন্ডার।
ম্যাচ জয় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিল দুর্দান্ত ঢাকা। শেষ দিকে ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের কোনো সুযোগ না থাকলেও শেষ ওভার পর্যন্ত দর্শকদের বিনোদন দিলেন ঢাকার ব্যাটার অ্যালেক্স রস।
শেষ ওভার করতে আসা সৌম্য সরকারের ৬ বলে ২৩ রান নেন রস। তিন ছক্কা ও ১ চারে এই রান নিয়ে শুধু দলের পরাজয়ের ব্যবধানটাই কমান অস্ট্রেলিয়ান ব্যাটার। এতে ২৭ রানের জয় পায় বরিশাল। বসন্তের দিনে বরিশালের টানা দ্বিতীয় জয়ের বিপরীতে ঢাকার টানা নবম হার। দল হারলেও নিজের ব্যাটিংয়ের পুরোটা সময়ই এভাবে বিনোদন দিয়েছেন রস। ১৮৭ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ঢাকার হয়ে একাই লড়েছেন তিনি। তাঁকে রাজধানীর দলটির কোনো সতীর্থই সঙ্গ দিতে পারেননি।
চারে নেমে এক প্রান্ত আগলে রেখে নিঃসঙ্গ শেরপার মতো লড়ে গেছেন রস। তাঁর ৪৯ বলে ৮৯ রানের সৌজন্য ৮ উইকেটে ১৫৯ রান করতে পারে ঢাকা। অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৭ ছক্কায়। ঢাকার ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন ৩টি করে উইকেট নেওয়া দুই পেসার সাইফউদ্দিন ও খালেদ আহমেদ।
এতে দুই ইনিংসেরই শেষ ওভারে রান এসেছে ২৩ করে। রসের আগে ফরচুন বরিশালের হয়ে ব্যাটিংয়ে শেষ ওভারে ২৩ রান নিয়েছিলেন শোয়েব মালিক ও মোহাম্মদ সাইফউদ্দিন। শরীফুলের করা শেষ ওভারটিতে অবশ্য মালিকের অবদান ছিল মাত্র ১ রান। শেষ ৫ বলে বাকি ২২ রানই নেন সাইফউদ্দিন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৬ রান করে বরিশাল। বড় রান সংগ্রহের শুরুটাও দুর্দান্ত করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ। উদ্বোধনী জুটিতে ৭৬ রান যোগ করেন দুজনে। ২৪ রানে পাকিস্তানি ব্যাটার শেহজাদ আউট হলেও দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তামিম। ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। ৭ চার ও ৪ ছক্কার সাজানো ইনিংসটি এবারের বিপিএলে তাঁর প্রথম ফিফটি। দুই ব্যাটারকেই আউট করেছেন ঢাকার অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। পরে মাহমুদউল্লাহকে আউট করে ৩০ রানে ৩ উইকেট নিয়ে ঢাকার সেরা বোলারও তিনি।
৪ ছক্কায় একটা রেকর্ডও গড়েছেন তামিম। ঘরের মাঠে আজ প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ছক্কার সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। তামিমের ১০৩ ছক্কার আগে প্রথম ব্যাটার হিসেবে ছক্কার সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের ছক্কা ১৪৩ টি। ৭১ রানের ইনিংসের জন্য ম্যাচসেরাও হয়েছেন তামিম।
তামিম যখন আউট হন তখন বরিশালের রান ২ উইকেটে ১২৪। সেখান থেকে দলের স্কোর ১৮৬ দাঁড়ায় সৌম্য সরকার ও মোহাম্মদ সাইফউদ্দিনের দুটি বিশর্ধ্বো ইনিংসের সৌজন্যে। সৌম্য ২৮ রান করতে ২৩ বল খেললেও শেষ ওভারে ঝোড়ো ব্যাটিং করে ২৩ রান করেছেন সাইফউদ্দিন। ৬ বলে সমান ২টি চার ও ছক্কা মেরেছেন বাংলাদেশি অলরাউন্ডার।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে