Ajker Patrika

ফাইনালে যেতে তামিমদের চাই ১৫০ রান

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ধাক্কায় দ্বিতীয় কোয়ালিফায়ারের শুরুটা হয়েছিল রংপুর রাইডার্সের। একের পর এক উইকেট হারিয়ে অল্প রানে অলআউট হওয়ার শঙ্কায় ছিল তারা। তবে শেষ দিকে ৫৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ফরচুন বরিশালকে ১৫০ রানের লক্ষ্য দিয়েছে রংপুর।

মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রংপুর। দলীয় ১৮ রানে ৩ উইকেট হারানোর ধাক্কাটা পরে আর সামলাতে পারেনি তারা। শুরুর তিন ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। চারে নেমে শুরুর ধাক্কা সামলানোর চেষ্টার করেছিলেন প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত ব্যাটিং করা জিমি নিশাম। কুমিল্লার বিপক্ষে অপরাজিত ৯৭ রান করা কিউই ব্যাটার আজ অবশ্য খুব বেশি করতে পারেননি। আজ ব্যক্তিগত ২৮ রানে আউট হন জেমস ফুলারের বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে।

নিশাম যখন আউট হন তখন রংপুরের দলীয় রান ৫ উইকেটে ৪৮। এতে করে শঙ্কা জাগে এক শ রান তারা করতে পারবে কিনা। সেই শঙ্কাটা অবশ্য পরে কেটে গেছে। অস্টম ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন শামীম হোসেন পাটোয়ারি। তাঁর ২৪ বলে ৫৯ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৪৯ রান করেছে রংপুর।

শামীম অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন সমান ৫ চার ও ছক্কায়। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের ঝড়টা গেছে ওবেদ ম্যাককয়ের ওপর দিয়ে। ইনিংসের ১৯তম ওভারে তিন ছক্কা ও দুই চারে ২৬ রান নেন বাঁহাতি ব্যাটার। প্রতিপক্ষকে ১৫০ রানের লক্ষ্যে দিতে কিছুটা অবদান রেখেছেন মোহাম্মদ নবী (১২), নুরুল হাসান সোহান (১৪) ও আবু হায়দার রনিরাও (১২*)। ২৫ রানে ৩ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার জেমস ফুলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত