হঠাৎ করে টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়া, আবার খেলতে আসা—২০২৪ বিপিএলের অন্যতম সেরা চমক যে দেখিয়েছেন শোয়েব মালিক। মালিক খেলছেন এবার ফরচুন বরিশালের হয়ে। এই ফ্র্যাঞ্চাইজিটি আবার দেখাতে যাচ্ছে চমক।
১৯ জানুয়ারি থেকে ১ মার্চ—সব মিলে ২০২৪ বিপিএলে হবে ৪৬ ম্যাচ। এরই মধ্যে হয়ে গেছে ২৮ ম্যাচ। যেখানে লিগ পর্যায়ের ১২ ম্যাচের ৮ ম্যাচ খেলে ফেলেছে ফরচুন বরিশাল। অন্যদিকে গতকাল সানরাইজার্স ইস্টার্ন কেপ-ডারবান সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে শেষ হয়েছে এসএ টোয়েন্টির দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টে ডারবানের অধিনায়ক ছিলেন কেশব মহারাজ আর পার্ল রয়্যালসকে নেতৃত্ব দেন ডেভিড মিলার। বিপিএলের মাঝামাঝি পর্যায়ে এসে মহারাজ, মিলারের মতো দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারদের খেলতে আসার কথা জানিয়েছেন বরিশালের সত্বাধিকারী মিজানুর রহমান। দুর্দান্ত ঢাকার বিপক্ষে গতকাল রাতে ম্যাচ শেষে সাংবাদিকদের মিজানুর বলেছেন, ‘পরের ম্যাচে কেশব মহারাজ যোগ দেবে। মিলার সম্ভবত ১৭ তারিখের পরে বা ১৭ তারিখে (ফেব্রুয়ারি) আসছে। তার একটা ব্যক্তিগত অনুষ্ঠান রয়েছে। সেজন্য অপেক্ষা করছি।’
মহারাজের দল এবারের এসএ টোয়েন্টিতে হয়েছে রানার্সআপ। সেই ফ্র্যাঞ্চাইজিতে খেলেন আফগানিস্তান পেসার নাভিন উল হক। বরিশালের হয়ে নাভিন খেলবেন কি না, সেই প্রসঙ্গে মিজানুর বলেন, ‘নাভিন উল হক আসলে চোটে পড়েছে। সে (নাভিন) খেলতে পারবে না বলেছে। সেকারণে সে আসছে না। সে যেহেতু খেলতে চাচ্ছে না, আমরা তো জোর করে আনতে পারব না। সে চুক্তি করেও খেলবে না বলছে। এমন যদি হতো, আমার এখানে না খেলে সে চট্টগ্রাম বা ঢাকায় খেলত, তাহলে আমি বলতে পারতাম। তবে সে খেলছে না।’
হঠাৎ করে টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়া, আবার খেলতে আসা—২০২৪ বিপিএলের অন্যতম সেরা চমক যে দেখিয়েছেন শোয়েব মালিক। মালিক খেলছেন এবার ফরচুন বরিশালের হয়ে। এই ফ্র্যাঞ্চাইজিটি আবার দেখাতে যাচ্ছে চমক।
১৯ জানুয়ারি থেকে ১ মার্চ—সব মিলে ২০২৪ বিপিএলে হবে ৪৬ ম্যাচ। এরই মধ্যে হয়ে গেছে ২৮ ম্যাচ। যেখানে লিগ পর্যায়ের ১২ ম্যাচের ৮ ম্যাচ খেলে ফেলেছে ফরচুন বরিশাল। অন্যদিকে গতকাল সানরাইজার্স ইস্টার্ন কেপ-ডারবান সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে শেষ হয়েছে এসএ টোয়েন্টির দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টে ডারবানের অধিনায়ক ছিলেন কেশব মহারাজ আর পার্ল রয়্যালসকে নেতৃত্ব দেন ডেভিড মিলার। বিপিএলের মাঝামাঝি পর্যায়ে এসে মহারাজ, মিলারের মতো দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারদের খেলতে আসার কথা জানিয়েছেন বরিশালের সত্বাধিকারী মিজানুর রহমান। দুর্দান্ত ঢাকার বিপক্ষে গতকাল রাতে ম্যাচ শেষে সাংবাদিকদের মিজানুর বলেছেন, ‘পরের ম্যাচে কেশব মহারাজ যোগ দেবে। মিলার সম্ভবত ১৭ তারিখের পরে বা ১৭ তারিখে (ফেব্রুয়ারি) আসছে। তার একটা ব্যক্তিগত অনুষ্ঠান রয়েছে। সেজন্য অপেক্ষা করছি।’
মহারাজের দল এবারের এসএ টোয়েন্টিতে হয়েছে রানার্সআপ। সেই ফ্র্যাঞ্চাইজিতে খেলেন আফগানিস্তান পেসার নাভিন উল হক। বরিশালের হয়ে নাভিন খেলবেন কি না, সেই প্রসঙ্গে মিজানুর বলেন, ‘নাভিন উল হক আসলে চোটে পড়েছে। সে (নাভিন) খেলতে পারবে না বলেছে। সেকারণে সে আসছে না। সে যেহেতু খেলতে চাচ্ছে না, আমরা তো জোর করে আনতে পারব না। সে চুক্তি করেও খেলবে না বলছে। এমন যদি হতো, আমার এখানে না খেলে সে চট্টগ্রাম বা ঢাকায় খেলত, তাহলে আমি বলতে পারতাম। তবে সে খেলছে না।’
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১১ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে