বিউটিফুল হেয়ার, অনেক মজা: মঙ্গল শোভাযাত্রায় যোগ দিয়ে অ্যাডাম
মঙ্গল শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে সাদা পাঞ্জাবি, মাথায় ক্যাপ ও গায়ে গামছা জড়ানো অবস্থায় দেখা মেলে এক বিদেশির। কাছে গিয়ে নাম-পরিচয় জিজ্ঞেস করতেই জানান— নাম অ্যাডাম, সুইজারল্যান্ডের নাগরিক তিনি।