আজ পয়েলা বৈশাখ। কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন লিটন দাস। নতুন বছর যেন সবার জীবনে নতুন দিগন্ত বয়ে আনে, ফেসবুকে এমনটি জানিয়েছেন তিনি।
আজ লিটনের জীবনেও ‘নতুন দিগন্ত’ দেখা যেতে পারে। রাতে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে যে তাঁর দল কলকাতা মুখোমুখি হবে। ঘরের মাঠের ম্যাচটি নিয়ে নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন লিটন। তবে কথা হচ্ছে, আজ আইপিএলে বাংলাদেশি ব্যাটারের অভিষেক হবে তো? কিংবা কলকাতার হয়ে তাঁর আজ খেলার সম্ভাবনাই-বা কতটুকু?
আপাতদৃষ্টিতে উত্তরটা সহজ। রাতে সুযোগ পাওয়ার সম্ভাবনাই কম লিটনের। তাঁর পজিশনে খুব ভালো না করলেও একবারে খারাপ করছে না রহমতউল্লাহ গুরবাজ। তিন ম্যাচে এক ফিফটিতে ৯৪ রান করেছেন আফগান ওপেনার। ১৩০.৫৫ স্ট্রাইক রেটকেও বলা যায় টি-টোয়েন্টির জন্য মানান সই।
তবে কলকাতাকে ভালো শুরু এনে দিতে পারেনি কোনো ওপেনিং জুটিই। এখন পর্যন্ত তিন ম্যাচেই গুরবাজের ওপেনিং সঙ্গী ছিলেন ভারতের তিন ব্যাটার মানদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার ও নারায়ণ জাগাদিসন। তাঁরা কেউই দলকে স্বস্তির খবর দিতে পারেননি। তাঁদের মধ্যে গত ম্যাচে তিনে নেমে দুর্দান্ত ৮৩ রানে ইনিংস খেলেছে আইয়ার। কলকাতা ম্যানেজমেন্ট হয়তো চাইবে না বাঁহাতি ব্যাটারের পজিশন পরিবর্তন করতে। সে ক্ষেত্রে দুই বিদেশি ওপেনার দিয়েই ইনিংস শুরু করতে চাইবে কলকাতার কোচিং প্যানেল।
এতেই সুযোগ পেতে পারেন লিটন। তবে, এখানেও যদি-কিন্তু আছে। কদিন আগে সাকিব আল হাসান ও শ্রেয়াস আইয়ারের জায়গায় জেসন রয়কে নিয়েছে কলকাতা। ইংলিশ ওপেনার রয়কে টেক্কা দিয়ে লিটন সুযোগ পাবেন কি না, সেটাও দেখতে হবে। তবে পারফরম্যান্সে নিরিখে দলের সতীর্থের চেয়ে এগিয়েই আছেন লিটন। কলকাতার অনুশীলনেও লিটনের প্রতি বাড়তি মনোযোগ দেখা গেছে কলকাতার ম্যানেজমেন্টের। এখন দেখার বিষয় দুয়ে দুয়ে চার হয় কি না।
যদি ওপেনিংয়ে দুই বিদেশি ব্যাটার নামায়, তাহলে কলকাতার বিদেশি কোটা পূরণে আর দুটি জায়গা অবশিষ্ট থাকবে। সে ক্ষেত্রে সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলের সঙ্গে শেষ ম্যাচে খেলা লকি ফার্গুসনের কপাল পুড়তে পারে। নিজের প্রথম ম্যাচে বোলিংও খারাপ করেছেন কিউই ফাস্ট বোলার। ৪ ওভার ৪০ রান দিয়েছেন তিনি।
দুই ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় দলের অটোমেটিক চয়েস হলেও রাসেলের পারফরম্যান্স কলকাতাকে ভাবাচ্ছে। ৩ ম্যাচে মাত্র ৩৬ রান করেছেন তিনি। বোলিংয়ে ১ ওভারও হাত ঘুরাননি। এই অলরাউন্ডারকেও আজকের ম্যাচে বসিয়ে রাখতে পারে কলকাতা। তবে তাঁর মতো বিধ্বংসী ক্রিকেটারকে বসিয়ে রাখার ঝুঁকি দল নেবে কি না, প্রশ্ন রয়েছে।
এত ধাঁধার উত্তর মিলিয়ে এখন দেখার বিষয়, আজ লিটনের আইপিএল অভিষেক হয় কি না।
আজ পয়েলা বৈশাখ। কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন লিটন দাস। নতুন বছর যেন সবার জীবনে নতুন দিগন্ত বয়ে আনে, ফেসবুকে এমনটি জানিয়েছেন তিনি।
আজ লিটনের জীবনেও ‘নতুন দিগন্ত’ দেখা যেতে পারে। রাতে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে যে তাঁর দল কলকাতা মুখোমুখি হবে। ঘরের মাঠের ম্যাচটি নিয়ে নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন লিটন। তবে কথা হচ্ছে, আজ আইপিএলে বাংলাদেশি ব্যাটারের অভিষেক হবে তো? কিংবা কলকাতার হয়ে তাঁর আজ খেলার সম্ভাবনাই-বা কতটুকু?
আপাতদৃষ্টিতে উত্তরটা সহজ। রাতে সুযোগ পাওয়ার সম্ভাবনাই কম লিটনের। তাঁর পজিশনে খুব ভালো না করলেও একবারে খারাপ করছে না রহমতউল্লাহ গুরবাজ। তিন ম্যাচে এক ফিফটিতে ৯৪ রান করেছেন আফগান ওপেনার। ১৩০.৫৫ স্ট্রাইক রেটকেও বলা যায় টি-টোয়েন্টির জন্য মানান সই।
তবে কলকাতাকে ভালো শুরু এনে দিতে পারেনি কোনো ওপেনিং জুটিই। এখন পর্যন্ত তিন ম্যাচেই গুরবাজের ওপেনিং সঙ্গী ছিলেন ভারতের তিন ব্যাটার মানদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার ও নারায়ণ জাগাদিসন। তাঁরা কেউই দলকে স্বস্তির খবর দিতে পারেননি। তাঁদের মধ্যে গত ম্যাচে তিনে নেমে দুর্দান্ত ৮৩ রানে ইনিংস খেলেছে আইয়ার। কলকাতা ম্যানেজমেন্ট হয়তো চাইবে না বাঁহাতি ব্যাটারের পজিশন পরিবর্তন করতে। সে ক্ষেত্রে দুই বিদেশি ওপেনার দিয়েই ইনিংস শুরু করতে চাইবে কলকাতার কোচিং প্যানেল।
এতেই সুযোগ পেতে পারেন লিটন। তবে, এখানেও যদি-কিন্তু আছে। কদিন আগে সাকিব আল হাসান ও শ্রেয়াস আইয়ারের জায়গায় জেসন রয়কে নিয়েছে কলকাতা। ইংলিশ ওপেনার রয়কে টেক্কা দিয়ে লিটন সুযোগ পাবেন কি না, সেটাও দেখতে হবে। তবে পারফরম্যান্সে নিরিখে দলের সতীর্থের চেয়ে এগিয়েই আছেন লিটন। কলকাতার অনুশীলনেও লিটনের প্রতি বাড়তি মনোযোগ দেখা গেছে কলকাতার ম্যানেজমেন্টের। এখন দেখার বিষয় দুয়ে দুয়ে চার হয় কি না।
যদি ওপেনিংয়ে দুই বিদেশি ব্যাটার নামায়, তাহলে কলকাতার বিদেশি কোটা পূরণে আর দুটি জায়গা অবশিষ্ট থাকবে। সে ক্ষেত্রে সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলের সঙ্গে শেষ ম্যাচে খেলা লকি ফার্গুসনের কপাল পুড়তে পারে। নিজের প্রথম ম্যাচে বোলিংও খারাপ করেছেন কিউই ফাস্ট বোলার। ৪ ওভার ৪০ রান দিয়েছেন তিনি।
দুই ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় দলের অটোমেটিক চয়েস হলেও রাসেলের পারফরম্যান্স কলকাতাকে ভাবাচ্ছে। ৩ ম্যাচে মাত্র ৩৬ রান করেছেন তিনি। বোলিংয়ে ১ ওভারও হাত ঘুরাননি। এই অলরাউন্ডারকেও আজকের ম্যাচে বসিয়ে রাখতে পারে কলকাতা। তবে তাঁর মতো বিধ্বংসী ক্রিকেটারকে বসিয়ে রাখার ঝুঁকি দল নেবে কি না, প্রশ্ন রয়েছে।
এত ধাঁধার উত্তর মিলিয়ে এখন দেখার বিষয়, আজ লিটনের আইপিএল অভিষেক হয় কি না।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
১ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
২ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৩ ঘণ্টা আগে