Ajker Patrika

আজ লিটনের আইপিএল অভিষেকের সম্ভাবনা কতটা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৫: ৫৭
Thumbnail image

আজ পয়েলা বৈশাখ। কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন লিটন দাস। নতুন বছর যেন সবার জীবনে নতুন দিগন্ত বয়ে আনে, ফেসবুকে এমনটি জানিয়েছেন তিনি। 

আজ লিটনের জীবনেও ‘নতুন দিগন্ত’ দেখা যেতে পারে। রাতে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে যে তাঁর দল কলকাতা মুখোমুখি হবে। ঘরের মাঠের ম্যাচটি নিয়ে নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন লিটন। তবে কথা হচ্ছে, আজ আইপিএলে বাংলাদেশি ব্যাটারের অভিষেক হবে তো? কিংবা কলকাতার হয়ে তাঁর আজ খেলার সম্ভাবনাই-বা কতটুকু? 

আপাতদৃষ্টিতে উত্তরটা সহজ। রাতে সুযোগ পাওয়ার সম্ভাবনাই কম লিটনের। তাঁর পজিশনে খুব ভালো না করলেও একবারে খারাপ করছে না রহমতউল্লাহ গুরবাজ। তিন ম্যাচে এক ফিফটিতে ৯৪ রান করেছেন আফগান ওপেনার। ১৩০.৫৫ স্ট্রাইক রেটকেও বলা যায় টি-টোয়েন্টির জন্য মানান সই। 

তবে কলকাতাকে ভালো শুরু এনে দিতে পারেনি কোনো ওপেনিং জুটিই। এখন পর্যন্ত তিন ম্যাচেই গুরবাজের ওপেনিং সঙ্গী ছিলেন ভারতের তিন ব্যাটার মানদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার ও নারায়ণ জাগাদিসন। তাঁরা কেউই দলকে স্বস্তির খবর দিতে পারেননি। তাঁদের মধ্যে গত ম্যাচে তিনে নেমে দুর্দান্ত ৮৩ রানে ইনিংস খেলেছে আইয়ার। কলকাতা ম্যানেজমেন্ট হয়তো চাইবে না বাঁহাতি ব্যাটারের পজিশন পরিবর্তন করতে। সে ক্ষেত্রে দুই বিদেশি ওপেনার দিয়েই ইনিংস শুরু করতে চাইবে কলকাতার কোচিং প্যানেল। 

এতেই সুযোগ পেতে পারেন লিটন। তবে, এখানেও যদি-কিন্তু আছে। কদিন আগে সাকিব আল হাসান ও শ্রেয়াস আইয়ারের জায়গায় জেসন রয়কে নিয়েছে কলকাতা। ইংলিশ ওপেনার রয়কে টেক্কা দিয়ে লিটন সুযোগ পাবেন কি না, সেটাও দেখতে হবে। তবে পারফরম্যান্সে নিরিখে দলের সতীর্থের চেয়ে এগিয়েই আছেন লিটন। কলকাতার অনুশীলনেও লিটনের প্রতি বাড়তি মনোযোগ দেখা গেছে কলকাতার ম্যানেজমেন্টের। এখন দেখার বিষয় দুয়ে দুয়ে চার হয় কি না। 

যদি ওপেনিংয়ে দুই বিদেশি ব্যাটার নামায়, তাহলে কলকাতার বিদেশি কোটা পূরণে আর দুটি জায়গা অবশিষ্ট থাকবে। সে ক্ষেত্রে সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলের সঙ্গে শেষ ম্যাচে খেলা লকি ফার্গুসনের কপাল পুড়তে পারে। নিজের প্রথম ম্যাচে বোলিংও খারাপ করেছেন কিউই ফাস্ট বোলার। ৪ ওভার ৪০ রান দিয়েছেন তিনি। 

দুই ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় দলের অটোমেটিক চয়েস হলেও রাসেলের পারফরম্যান্স কলকাতাকে ভাবাচ্ছে। ৩ ম্যাচে মাত্র ৩৬ রান করেছেন তিনি। বোলিংয়ে ১ ওভারও হাত ঘুরাননি। এই অলরাউন্ডারকেও আজকের ম্যাচে বসিয়ে রাখতে পারে কলকাতা। তবে তাঁর মতো বিধ্বংসী ক্রিকেটারকে বসিয়ে রাখার ঝুঁকি দল নেবে কি না, প্রশ্ন রয়েছে। 

এত ধাঁধার উত্তর মিলিয়ে এখন দেখার বিষয়, আজ লিটনের আইপিএল অভিষেক হয় কি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত