এসো হে বৈশাখ
আজ পয়লা বৈশাখ। বাংলা নতুন বছর ১৪৩১-এর প্রথম দিন। ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মাধ্যমে শুরু হয়েছে বৈশাখবন্দনা, নতুন বছরকে বরণ করার আয়োজন। পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন, আনন্দের দিন, সম্প্রীতির দিন, সৌহার্দ্যের দিন।