নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পয়লা বৈশাখ ঘিরে কোনো হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ শনিবার রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করতে এসে এ কথা জানান তিনি। এ ছাড়া, বৈশাখকেন্দ্রিক সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘বৈশাখের এই অনুষ্ঠানে আগে নৃশংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। এ জন্য সব বিষয় মাথায় রেখেই ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার সুনির্দিষ্টভাবে হামলার কোনো আশঙ্কা নেই। হামলার আশঙ্কার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
পয়লা বৈশাখ ঘিরে নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়ে হাবিবুর রহমান বলেন, ‘সব অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকায় যেসব স্থানে অনুষ্ঠান হবে, প্রতিটি স্থান সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।’
ডিএমপি কমিশনার আরও জানান, অনুষ্ঠানস্থল ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া ভিডিও ক্যামেরা থাকবে। অনুষ্ঠান শুরুর আগে অনুষ্ঠানস্থল সুইপ করা হবে উন্নত ইকুইপমেন্ট দিয়ে। ইতিমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট তাদের মহড়া করেছে। তারা কোথায় দায়িত্ব পালন করবে কীভাবে কাজ করবে সে বিষয়েও মহড়া দিয়েছে।
যানবাহন চলাচলের ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। আজ সন্ধ্যা ও আগামীকাল পর্যন্ত কিছু জায়গায় ডাইভারশন দেওয়া হবে নিরাপত্তার স্বার্থে। যাঁরা গাড়ি চালাবেন, তাঁদের প্রতি অনুরোধ, তাঁরা যেন পুলিশকে সহায়তা করেন। পুলিশের যেসব নির্দেশনা থাকবে, তারা যেন সেগুলো পালন করে।’
তিনি জানান, অনুষ্ঠানস্থল ও বাইরে ডিএমপির ডিটেকটিভ ব্রাঞ্চ ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে, এরপর আর প্রবেশ করা যাবে না। সব অনুষ্ঠান ৫টার মধ্যে শেষ করতে হবে, এরপর আর কাউকে এখানে থাকতে দেওয়া হবে না।
পয়লা বৈশাখ ঘিরে কোনো হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ শনিবার রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করতে এসে এ কথা জানান তিনি। এ ছাড়া, বৈশাখকেন্দ্রিক সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘বৈশাখের এই অনুষ্ঠানে আগে নৃশংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। এ জন্য সব বিষয় মাথায় রেখেই ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার সুনির্দিষ্টভাবে হামলার কোনো আশঙ্কা নেই। হামলার আশঙ্কার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
পয়লা বৈশাখ ঘিরে নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়ে হাবিবুর রহমান বলেন, ‘সব অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকায় যেসব স্থানে অনুষ্ঠান হবে, প্রতিটি স্থান সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।’
ডিএমপি কমিশনার আরও জানান, অনুষ্ঠানস্থল ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া ভিডিও ক্যামেরা থাকবে। অনুষ্ঠান শুরুর আগে অনুষ্ঠানস্থল সুইপ করা হবে উন্নত ইকুইপমেন্ট দিয়ে। ইতিমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট তাদের মহড়া করেছে। তারা কোথায় দায়িত্ব পালন করবে কীভাবে কাজ করবে সে বিষয়েও মহড়া দিয়েছে।
যানবাহন চলাচলের ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। আজ সন্ধ্যা ও আগামীকাল পর্যন্ত কিছু জায়গায় ডাইভারশন দেওয়া হবে নিরাপত্তার স্বার্থে। যাঁরা গাড়ি চালাবেন, তাঁদের প্রতি অনুরোধ, তাঁরা যেন পুলিশকে সহায়তা করেন। পুলিশের যেসব নির্দেশনা থাকবে, তারা যেন সেগুলো পালন করে।’
তিনি জানান, অনুষ্ঠানস্থল ও বাইরে ডিএমপির ডিটেকটিভ ব্রাঞ্চ ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে, এরপর আর প্রবেশ করা যাবে না। সব অনুষ্ঠান ৫টার মধ্যে শেষ করতে হবে, এরপর আর কাউকে এখানে থাকতে দেওয়া হবে না।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৬ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৬ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৬ ঘণ্টা আগে