Ajker Patrika

পয়লা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে ৫টার মধ্যে, হামলার শঙ্কা নেই 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৩: ৫৫
পয়লা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে ৫টার মধ্যে, হামলার শঙ্কা নেই 

পয়লা বৈশাখ ঘিরে কোনো হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ শনিবার রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করতে এসে এ কথা জানান তিনি। এ ছাড়া, বৈশাখকেন্দ্রিক সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। 

ডিএমপি কমিশনার বলেন, ‘বৈশাখের এই অনুষ্ঠানে আগে নৃশংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। এ জন্য সব বিষয় মাথায় রেখেই ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার সুনির্দিষ্টভাবে হামলার কোনো আশঙ্কা নেই। হামলার আশঙ্কার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’ 

পয়লা বৈশাখ ঘিরে নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়ে হাবিবুর রহমান বলেন, ‘সব অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকায় যেসব স্থানে অনুষ্ঠান হবে, প্রতিটি স্থান সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।’ 

ডিএমপি কমিশনার আরও জানান, অনুষ্ঠানস্থল ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া ভিডিও ক্যামেরা থাকবে। অনুষ্ঠান শুরুর আগে অনুষ্ঠানস্থল সুইপ করা হবে উন্নত ইকুইপমেন্ট দিয়ে। ইতিমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট তাদের মহড়া করেছে। তারা কোথায় দায়িত্ব পালন করবে কীভাবে কাজ করবে সে বিষয়েও মহড়া দিয়েছে। 

যানবাহন চলাচলের ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। আজ সন্ধ্যা ও আগামীকাল পর্যন্ত কিছু জায়গায় ডাইভারশন দেওয়া হবে নিরাপত্তার স্বার্থে। যাঁরা গাড়ি চালাবেন, তাঁদের প্রতি অনুরোধ, তাঁরা যেন পুলিশকে সহায়তা করেন। পুলিশের যেসব নির্দেশনা থাকবে, তারা যেন সেগুলো পালন করে।’ 
 
তিনি জানান, অনুষ্ঠানস্থল ও বাইরে ডিএমপির ডিটেকটিভ ব্রাঞ্চ ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে, এরপর আর প্রবেশ করা যাবে না। সব অনুষ্ঠান ৫টার মধ্যে শেষ করতে হবে, এরপর আর কাউকে এখানে থাকতে দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত