Ajker Patrika

অবশেষে বৃষ্টি নামল সিলেট নগরে

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০০: ৫৬
অবশেষে বৃষ্টি নামল সিলেট নগরে

টানা কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর সিলেট নগরে বৃষ্টি নেমেছে। এতে স্বস্তি ফিরেছে নগরবাসীর মাঝে। আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে বৈশাখের মাসের প্রথম বৃষ্টি শুরু হয়ে থেমেছে ১১টার কিছু আগে। এই বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ও শিলা। 

সিলেট নগরের জিন্দাবাজারে বৃষ্টিতে আটকা পড়া সাংবাদিক সজল চত্রী জানান, কয়েক দিনের গরমে অতিষ্ঠ। বৃষ্টি যেন শান্তির পরশ নিয়ে এসেছে। ঈদের বাজার করতে আসা মানুষ ও ফুটপাতের ব্যবসায়ীদের কিছুটা ভোগান্তি হলেও এই বৃষ্টি কাঙ্ক্ষিত ছিল।

নগরের আম্বরখানার ব্যবসায়ী আবদুর রহিম বলেন, ‘আজ দিনেও বেশ গরম লেগেছে। এখন বৃষ্টি হওয়াতে গরম কমেছে। তাই ভালো লাগছে। প্রতিদিন এ রকম বৃষ্টি হলে আরও ভালো হতো। বন্দরবাজার এসেছিলাম বৃষ্টির আগে। মার্কেটে গিয়ে গরমে অহস্য লেগেছিল, এখন স্বস্তি বোধ করছি। তবে আজ কিছু শিলাও পড়েছে বৃষ্টির সময়, যা কৃষকদের ক্ষতিতে ফেলবে।’ 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, ‘সিলেটে বৃষ্টি হয়েছে, এ আভাস আমরা আগেই দিয়েছিলাম।’ 

নগরের ধোপাদীঘিরপার থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা এর আগে বুধবার দিনে সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন সংবাদমাধ্যমে বলেন, ‘সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা আগামী রোববার পর্যন্ত চলবে; সেই হিসেবে সিলেটে ঈদের দিন বৃষ্টি থাকবে। বৃষ্টি হলেও তাপমাত্রা কমতে আরও সময় লাগবে। অর্থাৎ ঈদের আগে বৃষ্টি শুরু হলেও স্বাভাবিক আবহাওয়ায় ফিরে যেতে আরও সময় লাগতে পারে। তাপমাত্রা কমেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়ছে। জলীয় বাষ্প বাড়ায় আর্দ্রতা বাড়ছে। সেই সঙ্গে ভ্যাপসা ভাব বেড়ে যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত