Ajker Patrika

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১১: ৩২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে অপর্ণা চক্রবর্তী (২৩) নামের এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অপর্ণা চক্রবর্তী জহুরুল নগর হাফিজার মোড় এলাকার ব্যাংক কর্মকর্তা হিমাংশু চক্রবর্তীর মেয়ে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লাশ পুলিশ হেফাজতে মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের স্বজনেরা বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত বাড়ির ছাদ থেকে পড়ে যান অপর্ণা। তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত