ভরসা এখনো পুরোনো গানে
মহামারির ঘরবন্দী সময়ে গানই ছিল একমাত্র প্রত্যাশার জায়গা। নাটক, চলচ্চিত্র তৈরিতে যে প্রতিবন্ধকতা—অনেক মানুষের এক জায়গায় একত্র হওয়ার দরকার পড়ে, গানে সেটা তুলনায় কম; ফলে বছরজুড়ে সংগীতকারেরা ব্যাপক সুযোগ পেয়েছিলেন মানুষের বিনোদনের খোরাক মেটানোর। দেশে নানা ধরনের, ঘরানার গানও তৈরি হয়েছে দেদার।