সংগীতশিল্পী সাবরিনা পড়শীর সর্বশেষ গান এসেছিল মাস দুয়েক আগে। ইমরান মাহমুদুলের সঙ্গে বহু বছর পর দ্বৈত গানে কণ্ঠ দিয়েছিলেন পড়শী। ‘এক দেখায়’ নামের ওই গান প্রকাশ হয়েছিল সিএমভির ইউটিউব চ্যানেলে। গানটি গেয়ে ভালোই সাড়া পেয়েছিলেন পড়শী। সেই সাফল্যের পর এবার নিজের কথা ও সুরে গাইলেন পড়শী। গানটি ঈদে প্রকাশ করতে চান। কিন্তু বিপাকে পড়েছেন গানের ভিডিও নিয়ে। লকডাউনের কারণে গানের ভিডিও শুট করতে পারেননি। অথচ, হাতে সময় খুব কম। তাই গানটি ঈদে প্রকাশ করতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
পড়শী বললেন, ‘ঈদের জন্য কিছু গান করা আছে। আরও আছে আমার কথা–সুরে একটি গান। ওটার কাজও অনেকটা এগিয়ে রেখেছি। ইচ্ছা ছিল ঈদে প্রকাশ করব। কিন্তু এখনো ভিডিও শুট করতে পরিনি। তাই হয়তো শেষ পর্যন্ত গানটি ঈদের পরেই প্রকাশ হতে পরে। তা ছাড়া, ঈদে এত এত গান বাজারে আসে! অনেক গান যখন একসঙ্গে মুক্তি পায়, তখন শ্রোতারা কোনো নির্দিষ্ট গানের প্রতি ফোকাস করতে পারেন না। তাই ঈদের পরে প্রকাশ পেলে ভালোই হবে হয়তো।’
পড়শী এখন ব্যস্ত আছেন টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠান নিয়ে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো চ্যানেলের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। বলছেন, ‘গতকাল শুটিং করলাম বিটিভির একটা অনুষ্ঠানের। এর আগে আরটিভি, এনটিভির শুটিং করেছি। আরও কয়েকটা চ্যানেলের শুট বাকি আছে।’
গানের বাইরে কয়েক বছর ধরে আরজে পড়শীকে দেখা যাচ্ছে। একটি এফএম রেডিওতে প্রতি সপ্তাহে শ্রোতাদের সঙ্গে আড্ডা দেন তিনি। গান শোনান। তাঁদের পাঠানো মেসেজের উত্তর দেন। শোনান নিজের গল্প। কাজটা পড়শীর দারুণ লাগে। নতুন গান নিয়ে নিয়মিত হাজির হতে না পারলেও শ্রোতাদের সঙ্গে তাঁর যোগাযোগ বহাল থাকছে আরজে হওয়ার কারণে।
সংগীতশিল্পী সাবরিনা পড়শীর সর্বশেষ গান এসেছিল মাস দুয়েক আগে। ইমরান মাহমুদুলের সঙ্গে বহু বছর পর দ্বৈত গানে কণ্ঠ দিয়েছিলেন পড়শী। ‘এক দেখায়’ নামের ওই গান প্রকাশ হয়েছিল সিএমভির ইউটিউব চ্যানেলে। গানটি গেয়ে ভালোই সাড়া পেয়েছিলেন পড়শী। সেই সাফল্যের পর এবার নিজের কথা ও সুরে গাইলেন পড়শী। গানটি ঈদে প্রকাশ করতে চান। কিন্তু বিপাকে পড়েছেন গানের ভিডিও নিয়ে। লকডাউনের কারণে গানের ভিডিও শুট করতে পারেননি। অথচ, হাতে সময় খুব কম। তাই গানটি ঈদে প্রকাশ করতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
পড়শী বললেন, ‘ঈদের জন্য কিছু গান করা আছে। আরও আছে আমার কথা–সুরে একটি গান। ওটার কাজও অনেকটা এগিয়ে রেখেছি। ইচ্ছা ছিল ঈদে প্রকাশ করব। কিন্তু এখনো ভিডিও শুট করতে পরিনি। তাই হয়তো শেষ পর্যন্ত গানটি ঈদের পরেই প্রকাশ হতে পরে। তা ছাড়া, ঈদে এত এত গান বাজারে আসে! অনেক গান যখন একসঙ্গে মুক্তি পায়, তখন শ্রোতারা কোনো নির্দিষ্ট গানের প্রতি ফোকাস করতে পারেন না। তাই ঈদের পরে প্রকাশ পেলে ভালোই হবে হয়তো।’
পড়শী এখন ব্যস্ত আছেন টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠান নিয়ে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো চ্যানেলের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। বলছেন, ‘গতকাল শুটিং করলাম বিটিভির একটা অনুষ্ঠানের। এর আগে আরটিভি, এনটিভির শুটিং করেছি। আরও কয়েকটা চ্যানেলের শুট বাকি আছে।’
গানের বাইরে কয়েক বছর ধরে আরজে পড়শীকে দেখা যাচ্ছে। একটি এফএম রেডিওতে প্রতি সপ্তাহে শ্রোতাদের সঙ্গে আড্ডা দেন তিনি। গান শোনান। তাঁদের পাঠানো মেসেজের উত্তর দেন। শোনান নিজের গল্প। কাজটা পড়শীর দারুণ লাগে। নতুন গান নিয়ে নিয়মিত হাজির হতে না পারলেও শ্রোতাদের সঙ্গে তাঁর যোগাযোগ বহাল থাকছে আরজে হওয়ার কারণে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৩ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৫ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৭ ঘণ্টা আগে