সংগীতশিল্পী সাবরিনা পড়শীর সর্বশেষ গান এসেছিল মাস দুয়েক আগে। ইমরান মাহমুদুলের সঙ্গে বহু বছর পর দ্বৈত গানে কণ্ঠ দিয়েছিলেন পড়শী। ‘এক দেখায়’ নামের ওই গান প্রকাশ হয়েছিল সিএমভির ইউটিউব চ্যানেলে। গানটি গেয়ে ভালোই সাড়া পেয়েছিলেন পড়শী। সেই সাফল্যের পর এবার নিজের কথা ও সুরে গাইলেন পড়শী। গানটি ঈদে প্রকাশ করতে চান। কিন্তু বিপাকে পড়েছেন গানের ভিডিও নিয়ে। লকডাউনের কারণে গানের ভিডিও শুট করতে পারেননি। অথচ, হাতে সময় খুব কম। তাই গানটি ঈদে প্রকাশ করতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
পড়শী বললেন, ‘ঈদের জন্য কিছু গান করা আছে। আরও আছে আমার কথা–সুরে একটি গান। ওটার কাজও অনেকটা এগিয়ে রেখেছি। ইচ্ছা ছিল ঈদে প্রকাশ করব। কিন্তু এখনো ভিডিও শুট করতে পরিনি। তাই হয়তো শেষ পর্যন্ত গানটি ঈদের পরেই প্রকাশ হতে পরে। তা ছাড়া, ঈদে এত এত গান বাজারে আসে! অনেক গান যখন একসঙ্গে মুক্তি পায়, তখন শ্রোতারা কোনো নির্দিষ্ট গানের প্রতি ফোকাস করতে পারেন না। তাই ঈদের পরে প্রকাশ পেলে ভালোই হবে হয়তো।’
পড়শী এখন ব্যস্ত আছেন টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠান নিয়ে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো চ্যানেলের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। বলছেন, ‘গতকাল শুটিং করলাম বিটিভির একটা অনুষ্ঠানের। এর আগে আরটিভি, এনটিভির শুটিং করেছি। আরও কয়েকটা চ্যানেলের শুট বাকি আছে।’
গানের বাইরে কয়েক বছর ধরে আরজে পড়শীকে দেখা যাচ্ছে। একটি এফএম রেডিওতে প্রতি সপ্তাহে শ্রোতাদের সঙ্গে আড্ডা দেন তিনি। গান শোনান। তাঁদের পাঠানো মেসেজের উত্তর দেন। শোনান নিজের গল্প। কাজটা পড়শীর দারুণ লাগে। নতুন গান নিয়ে নিয়মিত হাজির হতে না পারলেও শ্রোতাদের সঙ্গে তাঁর যোগাযোগ বহাল থাকছে আরজে হওয়ার কারণে।
সংগীতশিল্পী সাবরিনা পড়শীর সর্বশেষ গান এসেছিল মাস দুয়েক আগে। ইমরান মাহমুদুলের সঙ্গে বহু বছর পর দ্বৈত গানে কণ্ঠ দিয়েছিলেন পড়শী। ‘এক দেখায়’ নামের ওই গান প্রকাশ হয়েছিল সিএমভির ইউটিউব চ্যানেলে। গানটি গেয়ে ভালোই সাড়া পেয়েছিলেন পড়শী। সেই সাফল্যের পর এবার নিজের কথা ও সুরে গাইলেন পড়শী। গানটি ঈদে প্রকাশ করতে চান। কিন্তু বিপাকে পড়েছেন গানের ভিডিও নিয়ে। লকডাউনের কারণে গানের ভিডিও শুট করতে পারেননি। অথচ, হাতে সময় খুব কম। তাই গানটি ঈদে প্রকাশ করতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
পড়শী বললেন, ‘ঈদের জন্য কিছু গান করা আছে। আরও আছে আমার কথা–সুরে একটি গান। ওটার কাজও অনেকটা এগিয়ে রেখেছি। ইচ্ছা ছিল ঈদে প্রকাশ করব। কিন্তু এখনো ভিডিও শুট করতে পরিনি। তাই হয়তো শেষ পর্যন্ত গানটি ঈদের পরেই প্রকাশ হতে পরে। তা ছাড়া, ঈদে এত এত গান বাজারে আসে! অনেক গান যখন একসঙ্গে মুক্তি পায়, তখন শ্রোতারা কোনো নির্দিষ্ট গানের প্রতি ফোকাস করতে পারেন না। তাই ঈদের পরে প্রকাশ পেলে ভালোই হবে হয়তো।’
পড়শী এখন ব্যস্ত আছেন টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠান নিয়ে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো চ্যানেলের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। বলছেন, ‘গতকাল শুটিং করলাম বিটিভির একটা অনুষ্ঠানের। এর আগে আরটিভি, এনটিভির শুটিং করেছি। আরও কয়েকটা চ্যানেলের শুট বাকি আছে।’
গানের বাইরে কয়েক বছর ধরে আরজে পড়শীকে দেখা যাচ্ছে। একটি এফএম রেডিওতে প্রতি সপ্তাহে শ্রোতাদের সঙ্গে আড্ডা দেন তিনি। গান শোনান। তাঁদের পাঠানো মেসেজের উত্তর দেন। শোনান নিজের গল্প। কাজটা পড়শীর দারুণ লাগে। নতুন গান নিয়ে নিয়মিত হাজির হতে না পারলেও শ্রোতাদের সঙ্গে তাঁর যোগাযোগ বহাল থাকছে আরজে হওয়ার কারণে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৬ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১ দিন আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১ দিন আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে