বিনোদন প্রতিবেদক, ঢাকা
মেয়েটি একটুও স্থির নয়। সারা দিন এ-পাড়া ও-পাড়া ঘোরে। সন্ধ্যাবেলায় বেরিয়ে যায়। ফেরে গভীর রাতে গেট টপকে। দুষ্টুমি, হাঙ্গামা—সবকিছুতেই এগিয়ে সে। মেয়েটির নাম মারিয়া। লোকে বলে টমবয়। এমন চরিত্র হয়ে টিভি নাটকে দেখা দেবেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী।
‘মারিয়া ওয়ান পিস’ নাটক দিয়ে গায়িকা থেকে নায়িকা হয়ে গেলেন পড়শী। নায়িকা তিনি আগেও হয়েছেন। শামীম আহমেদ রনীর পরিচালনায় ‘মেন্টাল’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অভিনয় করেছেন নাটকেও। তবে এবারই প্রথম কোনো নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করলেন পড়শী।
সম্প্রতি রাজধানীর উত্তরা ও ইস্কাটনে দুই দিন ধরে ‘মারিয়া ওয়ান পিস’ নাটকের শুটিং হয়েছে। এতে তাঁর নায়ক হয়েছেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক। ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘মুখোশ মানুষ’-এর মতো সিরিয়াল দিয়ে পরিচিত তিনি। বাংলাদেশের কিছু নাটকেও অভিনয় করেছেন ঋষি।
নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, ‘পড়শীকে নিয়ে একটু চিন্তায় ছিলাম, কেমন অভিনয় করবেন! তবে প্রথম শট নেওয়ার পর থেকে আমার ধারণা বদলে যায়। পড়শীকে কোনোভাবেই পেশাদার অভিনেত্রীর চেয়ে কম মনে হয়নি। একটা দৃশ্য ছিল, রশি বেয়ে দোতলা থেকে নিচে নামতে হবে। সেটা করতে গিয়ে পড়শীর হাতে ফোসকা পড়ে যায়। তবুও ওই শটটি তিনি কয়েকবার দিয়েছেন। এতটাই ডেডিকেশন নিয়ে কাজ করেছেন।’
‘মারিয়া ওয়ান পিস’ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে এবারের ঈদে। এতে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম শিউলি, মধু তালুকদার প্রমুখ। পড়শী বলেন, ‘অনেক দিন পর অভিনয় করলাম। কিছুটা টেনশন হচ্ছিল। কিন্তু সবার সহযোগিতায় কাজটি ভালোই হয়েছে।’
মেয়েটি একটুও স্থির নয়। সারা দিন এ-পাড়া ও-পাড়া ঘোরে। সন্ধ্যাবেলায় বেরিয়ে যায়। ফেরে গভীর রাতে গেট টপকে। দুষ্টুমি, হাঙ্গামা—সবকিছুতেই এগিয়ে সে। মেয়েটির নাম মারিয়া। লোকে বলে টমবয়। এমন চরিত্র হয়ে টিভি নাটকে দেখা দেবেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী।
‘মারিয়া ওয়ান পিস’ নাটক দিয়ে গায়িকা থেকে নায়িকা হয়ে গেলেন পড়শী। নায়িকা তিনি আগেও হয়েছেন। শামীম আহমেদ রনীর পরিচালনায় ‘মেন্টাল’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অভিনয় করেছেন নাটকেও। তবে এবারই প্রথম কোনো নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করলেন পড়শী।
সম্প্রতি রাজধানীর উত্তরা ও ইস্কাটনে দুই দিন ধরে ‘মারিয়া ওয়ান পিস’ নাটকের শুটিং হয়েছে। এতে তাঁর নায়ক হয়েছেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক। ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘মুখোশ মানুষ’-এর মতো সিরিয়াল দিয়ে পরিচিত তিনি। বাংলাদেশের কিছু নাটকেও অভিনয় করেছেন ঋষি।
নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, ‘পড়শীকে নিয়ে একটু চিন্তায় ছিলাম, কেমন অভিনয় করবেন! তবে প্রথম শট নেওয়ার পর থেকে আমার ধারণা বদলে যায়। পড়শীকে কোনোভাবেই পেশাদার অভিনেত্রীর চেয়ে কম মনে হয়নি। একটা দৃশ্য ছিল, রশি বেয়ে দোতলা থেকে নিচে নামতে হবে। সেটা করতে গিয়ে পড়শীর হাতে ফোসকা পড়ে যায়। তবুও ওই শটটি তিনি কয়েকবার দিয়েছেন। এতটাই ডেডিকেশন নিয়ে কাজ করেছেন।’
‘মারিয়া ওয়ান পিস’ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে এবারের ঈদে। এতে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম শিউলি, মধু তালুকদার প্রমুখ। পড়শী বলেন, ‘অনেক দিন পর অভিনয় করলাম। কিছুটা টেনশন হচ্ছিল। কিন্তু সবার সহযোগিতায় কাজটি ভালোই হয়েছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২০ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪