খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
বৃহস্পতিবার দুপুর। টানা ২১ ঘণ্টা শুটিং শেষ করে পড়শী তখন ঘুমে। তাঁর মা বললেন, ‘সারা রাত শুটিং করে সকালে ফিরেছে পড়শী। এখন ঘুমাচ্ছে।’ পড়শীর এই শুটিং একটি নতুন গানের ভিডিওর জন্য। অনেক দিন পর তাঁর মৌলিক গান আসছে–ভক্তদের কাছে এটি নিশ্চয়ই সুখবর। তবে এ খবরে আরও চমক আছে।
কিছুটা জানালেন পড়শীর ভাই সাক্ষর। গানটির শুটিংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। বললেন, ‘নতুন এই গানটি পড়শীর নিজের লেখা। সুর সে নিজেই করেছে। গানটির রেকর্ড শেষ। মিউজিক ভিডিও শুট করলাম আমরা। পুরো কাজ শেষ হয়নি। আরও এক দিন লাগবে।’
এত দিন পড়শী যত গান গেয়েছেন, সব অন্যের লেখায় ও সুরে। নিজে লিখে, নিজে সুর করে, নিজেই গাচ্ছেন–পড়শীর জীবনে এ ঘটনা এবারই প্রথম। গানের নাম ‘আয় না কাছে তুই’। বিকেলের দিকে পড়শীর মুখ থেকে জানা গেল, ‘গানটি আমি একা গাইনি। সঙ্গে আরেকজন শিল্পী আছেন। বিস্তারিত আমি আরও কয়েক দিন পর জানিয়ে দেব।’
নতুন এই গানটি পড়শী প্রকাশ করতে চেয়েছিলেন ঈদের আগে। তখন বলেছিলেন, ‘আমার কথা ও সুরে একটি গান আছে। ওটার কাজও অনেকটা এগিয়ে রেখেছি। ইচ্ছা ছিল ঈদে প্রকাশ করব। কিন্তু করোনা, লকডাউনের কারণে ভিডিও শুট করতে পারিনি। তাই হয়তো শেষ পর্যন্ত গানটি ঈদের পরেই প্রকাশ হতে পারে।’
লকডাউন শেষে পড়শী তাই ভিডিও নিয়ে মনোযোগী হয়েছেন। শুটিং-এডিটিং শেষ করে শিগগিরই গানটি প্রকাশের পরিকল্পনা তাঁর। পড়শীর সর্বশেষ গান এসেছিল গত মে মাসে। ইমরান মাহমুদুলের সঙ্গে বহু বছর পর দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন পড়শী। ‘এক দেখায়’ নামের ওই গান প্রকাশ হয়েছিল সিএমভির ইউটিউব চ্যানেলে। গানটি গেয়ে বেশ সাড়া পেয়েছিলেন পড়শী। সেই সাফল্যের পর এবার নিজের কথা ও সুরে গাইলেন পড়শী। গানের বাইরে কয়েক বছর ধরে আর জে পড়শীর কণ্ঠ শোনা যাচ্ছে একটি এফএম রেডিওতে। প্রতি সপ্তাহে শ্রোতাদের সঙ্গে আড্ডা দেন তিনি।
বৃহস্পতিবার দুপুর। টানা ২১ ঘণ্টা শুটিং শেষ করে পড়শী তখন ঘুমে। তাঁর মা বললেন, ‘সারা রাত শুটিং করে সকালে ফিরেছে পড়শী। এখন ঘুমাচ্ছে।’ পড়শীর এই শুটিং একটি নতুন গানের ভিডিওর জন্য। অনেক দিন পর তাঁর মৌলিক গান আসছে–ভক্তদের কাছে এটি নিশ্চয়ই সুখবর। তবে এ খবরে আরও চমক আছে।
কিছুটা জানালেন পড়শীর ভাই সাক্ষর। গানটির শুটিংয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। বললেন, ‘নতুন এই গানটি পড়শীর নিজের লেখা। সুর সে নিজেই করেছে। গানটির রেকর্ড শেষ। মিউজিক ভিডিও শুট করলাম আমরা। পুরো কাজ শেষ হয়নি। আরও এক দিন লাগবে।’
এত দিন পড়শী যত গান গেয়েছেন, সব অন্যের লেখায় ও সুরে। নিজে লিখে, নিজে সুর করে, নিজেই গাচ্ছেন–পড়শীর জীবনে এ ঘটনা এবারই প্রথম। গানের নাম ‘আয় না কাছে তুই’। বিকেলের দিকে পড়শীর মুখ থেকে জানা গেল, ‘গানটি আমি একা গাইনি। সঙ্গে আরেকজন শিল্পী আছেন। বিস্তারিত আমি আরও কয়েক দিন পর জানিয়ে দেব।’
নতুন এই গানটি পড়শী প্রকাশ করতে চেয়েছিলেন ঈদের আগে। তখন বলেছিলেন, ‘আমার কথা ও সুরে একটি গান আছে। ওটার কাজও অনেকটা এগিয়ে রেখেছি। ইচ্ছা ছিল ঈদে প্রকাশ করব। কিন্তু করোনা, লকডাউনের কারণে ভিডিও শুট করতে পারিনি। তাই হয়তো শেষ পর্যন্ত গানটি ঈদের পরেই প্রকাশ হতে পারে।’
লকডাউন শেষে পড়শী তাই ভিডিও নিয়ে মনোযোগী হয়েছেন। শুটিং-এডিটিং শেষ করে শিগগিরই গানটি প্রকাশের পরিকল্পনা তাঁর। পড়শীর সর্বশেষ গান এসেছিল গত মে মাসে। ইমরান মাহমুদুলের সঙ্গে বহু বছর পর দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন পড়শী। ‘এক দেখায়’ নামের ওই গান প্রকাশ হয়েছিল সিএমভির ইউটিউব চ্যানেলে। গানটি গেয়ে বেশ সাড়া পেয়েছিলেন পড়শী। সেই সাফল্যের পর এবার নিজের কথা ও সুরে গাইলেন পড়শী। গানের বাইরে কয়েক বছর ধরে আর জে পড়শীর কণ্ঠ শোনা যাচ্ছে একটি এফএম রেডিওতে। প্রতি সপ্তাহে শ্রোতাদের সঙ্গে আড্ডা দেন তিনি।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৬ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১ দিন আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১ দিন আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে