আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে বসবেন গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু, সংগীতশিল্পী প্রতীক হাসান ও সাবরিনা পড়শী।
এবার তৈরি হলো এই রিয়েলিটি শোয়ের থিম সং। আর তাতে কণ্ঠ দিলেন তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। ‘গলা ছেড়ে গাও, কণ্ঠে তোল সুর’—এমন কথার গানটি লিখেছেন এ মিজান। গতকাল শুক্রবার ইবরার টিপুর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
গানটি সম্পর্কে ইবরার টিপু বলেন, ‘আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।’
প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। গানের কথা, সুর ও সংগীত সবমিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। এককথায় অসাধারণ একটা থিম সং শুনতে পারবে শ্রোতারা।’
পড়শী বলেন, ‘থিম সং যেমন হয় এটা আসলে একটু ভিন্ন হয়েছে। আমার বিশ্বাস, এটি শ্রোতাদের অবশ্যই ভালো লাগবে।’
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। এতে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে।
রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা বাদ্যযন্ত্রের মাধ্যমে গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও rtvonline.com/youngstar, অথবা [email protected], অথবা Facebook.com/rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে আগামী ১০ অক্টোরব পর্যন্ত।
আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে বসবেন গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু, সংগীতশিল্পী প্রতীক হাসান ও সাবরিনা পড়শী।
এবার তৈরি হলো এই রিয়েলিটি শোয়ের থিম সং। আর তাতে কণ্ঠ দিলেন তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। ‘গলা ছেড়ে গাও, কণ্ঠে তোল সুর’—এমন কথার গানটি লিখেছেন এ মিজান। গতকাল শুক্রবার ইবরার টিপুর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
গানটি সম্পর্কে ইবরার টিপু বলেন, ‘আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।’
প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। গানের কথা, সুর ও সংগীত সবমিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। এককথায় অসাধারণ একটা থিম সং শুনতে পারবে শ্রোতারা।’
পড়শী বলেন, ‘থিম সং যেমন হয় এটা আসলে একটু ভিন্ন হয়েছে। আমার বিশ্বাস, এটি শ্রোতাদের অবশ্যই ভালো লাগবে।’
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। এতে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে।
রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা বাদ্যযন্ত্রের মাধ্যমে গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও rtvonline.com/youngstar, অথবা [email protected], অথবা Facebook.com/rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে আগামী ১০ অক্টোরব পর্যন্ত।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৩ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
৮ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৮ ঘণ্টা আগে