অনেকদিন গানে ছিলেন না সংগীতশিল্পী সাবরিনা পড়শী। একেবারেই ছিলেন না বললে ভুল হবে। নিজের মতো করে গাইতেন। কখনো নিজের পুরনো গান, কখনো অন্যের গাওয়া জনপ্রিয় গানের কাভার করে সেগুলো প্রকাশ করতেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে।
পড়শী আবার স্বরূপে ফিরতে শুরু করেছেন। নিজের কথায়, নিজের সুরে নতুন গান আসছে তাঁর। সোমবার সালমান শাহের জন্মদিন উপলক্ষে একটি প্রকাশ করেছেন। পড়শীর আরেক নতুন খবর এল— গানের প্রতিযোগিতায় দেখা দিচ্ছেন তিনি।
আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই রিয়েলিটি শোয়ে দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীকে। তবে এ আয়োজনে প্রতিযোগী নন তিনি। থাকবেন বিচারক হিসেবে। বাছাই করবেন কারা হবেন প্রতিযোগিতার সেরা প্রতিভা।
ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোয়ে বিচারকের আসতে বসতে যাচ্ছেন—এ নিয়ে খুবই আনন্দিত পড়শী। কারণ তাঁর ক্যারিয়ারও শুরু হয়েছিল এমনই একটি রিয়েলিটি শো দিয়ে। ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন তিনি। এক যুগ পর রিয়েলিটি শোতে আবারও দেখা যাবে এই গায়িকাকে।
পড়শী বলেন, ‘আমি নিজেও একটি রিয়েলিটি শো থেকে উঠে এসেছি। তখন মঞ্চে গান গেয়েছি। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগিদের গান শুনব। একজন প্রতিযোগি যখন স্টেজে গান করতে আসেন, তখন তার গানের সাথে স্বপ্ন থাকে, ভয় থাকে। অনেককিছু কাজ করে মাথায়। সেই দিনগুলো আমিও পার করে এসেছি। তাই চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে সেরা প্রতিভা বাছাই করার। আমাকে একবার কুমার বিশ্বজিৎ স্যার বলেছিলেন, তুইও একদিন বিচারক হবি। স্যারের সেই কথাটাই সত্যি হতে যাচ্ছে।’
সোহাগ মাসুদের প্রযোজনায় এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। এতে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো বাদ্যযন্ত্র সহযোগে গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে।
অনেকদিন গানে ছিলেন না সংগীতশিল্পী সাবরিনা পড়শী। একেবারেই ছিলেন না বললে ভুল হবে। নিজের মতো করে গাইতেন। কখনো নিজের পুরনো গান, কখনো অন্যের গাওয়া জনপ্রিয় গানের কাভার করে সেগুলো প্রকাশ করতেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে।
পড়শী আবার স্বরূপে ফিরতে শুরু করেছেন। নিজের কথায়, নিজের সুরে নতুন গান আসছে তাঁর। সোমবার সালমান শাহের জন্মদিন উপলক্ষে একটি প্রকাশ করেছেন। পড়শীর আরেক নতুন খবর এল— গানের প্রতিযোগিতায় দেখা দিচ্ছেন তিনি।
আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই রিয়েলিটি শোয়ে দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীকে। তবে এ আয়োজনে প্রতিযোগী নন তিনি। থাকবেন বিচারক হিসেবে। বাছাই করবেন কারা হবেন প্রতিযোগিতার সেরা প্রতিভা।
ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোয়ে বিচারকের আসতে বসতে যাচ্ছেন—এ নিয়ে খুবই আনন্দিত পড়শী। কারণ তাঁর ক্যারিয়ারও শুরু হয়েছিল এমনই একটি রিয়েলিটি শো দিয়ে। ২০০৮ সালে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন তিনি। এক যুগ পর রিয়েলিটি শোতে আবারও দেখা যাবে এই গায়িকাকে।
পড়শী বলেন, ‘আমি নিজেও একটি রিয়েলিটি শো থেকে উঠে এসেছি। তখন মঞ্চে গান গেয়েছি। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগিদের গান শুনব। একজন প্রতিযোগি যখন স্টেজে গান করতে আসেন, তখন তার গানের সাথে স্বপ্ন থাকে, ভয় থাকে। অনেককিছু কাজ করে মাথায়। সেই দিনগুলো আমিও পার করে এসেছি। তাই চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে সেরা প্রতিভা বাছাই করার। আমাকে একবার কুমার বিশ্বজিৎ স্যার বলেছিলেন, তুইও একদিন বিচারক হবি। স্যারের সেই কথাটাই সত্যি হতে যাচ্ছে।’
সোহাগ মাসুদের প্রযোজনায় এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। এতে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো বাদ্যযন্ত্র সহযোগে গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৩ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
৮ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৮ ঘণ্টা আগে