সংগীতশিল্পী সাবরিনা পড়শী নিজের কথায় ও সুরে নতুন গান প্রকাশ করতে চেয়েছিলেন এ মাসেই। গানটি প্রকাশের আগে তাঁর মাথায় খেলে গেল অন্য চিন্তা। আজ বাংলা ছবির জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। প্রিয় নায়ককে স্মরণ করে পড়শী তাই কণ্ঠে তুলে নিলেন সালমান অভিনীত ‘চাওয়া থেকে পাওয়া’ ছবির ‘সাথি তুমি আমার জীবনে’ গানটি।
শনিবার দিনভর রাজধানীর ৩০০ ফুট এলাকায় গানের ভিডিও শুটিং করেছেন পড়শী। ‘সাথি তুমি আমার জীবনে’র মূল কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। এর সংগীত পরিচালনা ও কথা আহমেদ ইমতিয়াজ বুলবুলের। গানটির নতুন সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।
পড়শী বলেন, ‘যখন থেকে সালমান শাহকে জানতে শিখেছি, তাঁর অভিনীত ছবি দেখেছি, তখন থেকেই আমি তাঁর ভক্ত। এর আগের এক মৃত্যুবার্ষিকীতে একটি টিভি লাইভে তাঁর ছবির গান গেয়েছিলাম। এবার আয়োজন করে মিউজিক ভিডিও প্রকাশ করছি।’
পড়শী জানিয়েছেন, গানের ভিডিওতে পড়শী ছাড়াও মডেল হয়েছেন ইমরান। ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি আজ অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর পর মুক্তি পেয়েছিল ‘চাওয়া থেকে পাওয়া’। এম এম সরকার পরিচালিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান শাহ ও শাবনূর। এ ছবির ‘সাথি তুমি আমার জীবনে’ গানটি এখনো জনপ্রিয়।
সংগীতশিল্পী সাবরিনা পড়শী নিজের কথায় ও সুরে নতুন গান প্রকাশ করতে চেয়েছিলেন এ মাসেই। গানটি প্রকাশের আগে তাঁর মাথায় খেলে গেল অন্য চিন্তা। আজ বাংলা ছবির জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। প্রিয় নায়ককে স্মরণ করে পড়শী তাই কণ্ঠে তুলে নিলেন সালমান অভিনীত ‘চাওয়া থেকে পাওয়া’ ছবির ‘সাথি তুমি আমার জীবনে’ গানটি।
শনিবার দিনভর রাজধানীর ৩০০ ফুট এলাকায় গানের ভিডিও শুটিং করেছেন পড়শী। ‘সাথি তুমি আমার জীবনে’র মূল কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। এর সংগীত পরিচালনা ও কথা আহমেদ ইমতিয়াজ বুলবুলের। গানটির নতুন সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।
পড়শী বলেন, ‘যখন থেকে সালমান শাহকে জানতে শিখেছি, তাঁর অভিনীত ছবি দেখেছি, তখন থেকেই আমি তাঁর ভক্ত। এর আগের এক মৃত্যুবার্ষিকীতে একটি টিভি লাইভে তাঁর ছবির গান গেয়েছিলাম। এবার আয়োজন করে মিউজিক ভিডিও প্রকাশ করছি।’
পড়শী জানিয়েছেন, গানের ভিডিওতে পড়শী ছাড়াও মডেল হয়েছেন ইমরান। ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি আজ অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর পর মুক্তি পেয়েছিল ‘চাওয়া থেকে পাওয়া’। এম এম সরকার পরিচালিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান শাহ ও শাবনূর। এ ছবির ‘সাথি তুমি আমার জীবনে’ গানটি এখনো জনপ্রিয়।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৩ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
৮ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৮ ঘণ্টা আগে