Ajker Patrika

পড়শীর কণ্ঠে ‘সাথি তুমি আমার জীবনে’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১১: ৩৬
পড়শীর কণ্ঠে ‘সাথি তুমি আমার জীবনে’

সংগীতশিল্পী সাবরিনা পড়শী নিজের কথায় ও সুরে নতুন গান প্রকাশ করতে চেয়েছিলেন এ মাসেই। গানটি প্রকাশের আগে তাঁর মাথায় খেলে গেল অন্য চিন্তা। আজ বাংলা ছবির জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। প্রিয় নায়ককে স্মরণ করে পড়শী তাই কণ্ঠে তুলে নিলেন সালমান অভিনীত ‘চাওয়া থেকে পাওয়া’ ছবির ‘সাথি তুমি আমার জীবনে’ গানটি।

শনিবার দিনভর রাজধানীর ৩০০ ফুট এলাকায় গানের ভিডিও শুটিং করেছেন পড়শী। ‘সাথি তুমি আমার জীবনে’র মূল কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। এর সংগীত পরিচালনা ও কথা আহমেদ ইমতিয়াজ বুলবুলের। গানটির নতুন সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।

পড়শীপড়শী বলেন, ‌‌‘যখন থেকে সালমান শাহকে জানতে শিখেছি, তাঁর অভিনীত ছবি দেখেছি, তখন থেকেই আমি তাঁর ভক্ত। এর আগের এক মৃত্যুবার্ষিকীতে একটি টিভি লাইভে তাঁর ছবির গান গেয়েছিলাম। এবার আয়োজন করে মিউজিক ভিডিও প্রকাশ করছি।’

পড়শী জানিয়েছেন, গানের ভিডিওতে পড়শী ছাড়াও মডেল হয়েছেন ইমরান। ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি আজ অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

পড়শী ১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর পর মুক্তি পেয়েছিল ‘চাওয়া থেকে পাওয়া’। এম এম সরকার পরিচালিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান শাহ ও শাবনূর। এ ছবির ‘সাথি তুমি আমার জীবনে’ গানটি এখনো জনপ্রিয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত