‘বিএনপির নেতা-কর্মীরা ভাড়া না দেওয়ায় যানবাহন বন্ধ’
সমাবেশে আসার জন্য বিএনপির নেতা-কর্মীরা বাসসহ যেসব যানবাহন ব্যবহার করছেন, সেসবের ভাড়া দেন না তারা, এমনকি তেলের খরচ পর্যন্ত দেন না। সে জন্য বাধ্য হয়ে মালিক, চালক, হেলপাররা বাসসহ অন্য যানবাহন বন্ধ করে দিচ্ছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।