নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সমাবেশে আসার জন্য বিএনপির নেতা-কর্মীরা বাসসহ যেসব যানবাহন ব্যবহার করছে, সেসবের ভাড়া দেয় না তারা, এমনকি তেলের খরচ পর্যন্ত দেয় না। সে জন্য বাধ্য হয়ে মালিক, চালক, হেলপাররা বাসসহ অন্য যানবাহন বন্ধ করে দিচ্ছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শেখ রাসেলের জন্মদিন উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ দাবি করেন তিনি।
সরকার বিএনপির সমাবেশে লোকজনকে আসতে বাধা দিচ্ছে, যানবাহন বন্ধ করে দিচ্ছে—এগুলো তাদের (বিএনপি) অপপ্রচার বলেও দাবি করেন মায়া। তিনি বলেন, ৩০০ টাকা, ৪০০ টাকা দিয়ে নেশাখোরসহ সন্ত্রাসীদের ভাড়া করে বিএনপি সমাবেশে লোকজন জড়ো করছে।
সহিংসতা চালানোর জন্যই বিএনপি সমাবেশে লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে আনে। এ জন্য বিএনপি সমাবেশে কী করছে, তা নিজ দলের নেতা-কর্মীদের খেয়াল রাখার আহ্বান জানান মায়া। তিনি বলেন, ‘বিএনপির লক্ষ্য নির্বাচন নয়, তাদের লক্ষ্য শেখ হাসিনার সরকারের পতন ঘটানো।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি পাকিস্তানের আইএসআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী তৈরি হয়েছে। আর এখনো আইএসআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপি চলছে, রাজনীতি করছে। পৃথিবীর কোনো দেশে স্বাধীনতাবিরোধীরা রাজনীতি করতে পারে না, অথচ এখনো বাংলাদেশে তারা রাজনীতি করছে। এটা দেশের জন্য লজ্জার।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি ডা. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি অভিনেত্রী অরুণা বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহানসহ আরও অনেকে।
সমাবেশে আসার জন্য বিএনপির নেতা-কর্মীরা বাসসহ যেসব যানবাহন ব্যবহার করছে, সেসবের ভাড়া দেয় না তারা, এমনকি তেলের খরচ পর্যন্ত দেয় না। সে জন্য বাধ্য হয়ে মালিক, চালক, হেলপাররা বাসসহ অন্য যানবাহন বন্ধ করে দিচ্ছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শেখ রাসেলের জন্মদিন উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ দাবি করেন তিনি।
সরকার বিএনপির সমাবেশে লোকজনকে আসতে বাধা দিচ্ছে, যানবাহন বন্ধ করে দিচ্ছে—এগুলো তাদের (বিএনপি) অপপ্রচার বলেও দাবি করেন মায়া। তিনি বলেন, ৩০০ টাকা, ৪০০ টাকা দিয়ে নেশাখোরসহ সন্ত্রাসীদের ভাড়া করে বিএনপি সমাবেশে লোকজন জড়ো করছে।
সহিংসতা চালানোর জন্যই বিএনপি সমাবেশে লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে আনে। এ জন্য বিএনপি সমাবেশে কী করছে, তা নিজ দলের নেতা-কর্মীদের খেয়াল রাখার আহ্বান জানান মায়া। তিনি বলেন, ‘বিএনপির লক্ষ্য নির্বাচন নয়, তাদের লক্ষ্য শেখ হাসিনার সরকারের পতন ঘটানো।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি পাকিস্তানের আইএসআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী তৈরি হয়েছে। আর এখনো আইএসআইয়ের প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপি চলছে, রাজনীতি করছে। পৃথিবীর কোনো দেশে স্বাধীনতাবিরোধীরা রাজনীতি করতে পারে না, অথচ এখনো বাংলাদেশে তারা রাজনীতি করছে। এটা দেশের জন্য লজ্জার।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি ডা. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি অভিনেত্রী অরুণা বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহানসহ আরও অনেকে।
বিগত সরকারের একজন দলীয় সেক্রেটারি ছিলেন নোয়াখালীর। সে অর্থে নোয়াখালীতে কোনো উন্নয়ন হয়নি। তবে ভবিষ্যতে যদি এনসিপি কখনো সরকার গঠন করে, তাহলে উন্নয়নের প্রথম ইট নোয়াখালীতে গাঁথা হবে।
১ মিনিট আগেমুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘাসভোগ এলাকায় স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ঘাসভোগের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
৪ মিনিট আগেপঞ্চগড়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যে করা ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলার আসামির সংখ্যা ছিল তিন হাজারেরও বেশি। আদালতের রায় অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিরা এখন সম্পূর্ণভাবে মুক্ত। এর ফলে আসামিদের পরিবারে স্বস্তি ফিরেছে।
৭ মিনিট আগে‘ফাতেমা আমাদের কলিজার টুকরা ছিল। ছোটবেলা থেকে ঢাকায় থাকত, মায়ের সঙ্গে। আমাদের সবার ইচ্ছে ছিল, বড় হয়ে সে চিকিৎসক হবে। সব আশা আর স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল।’ এভাবেই বিলাপ করছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ফাতেমা আক্তার আনিশার (৯) চাচি মুক্তা বেগম। অদূরেই ভাগনে ওসমানকে কোলে
১২ মিনিট আগে